সেরা সিনেমার পুরস্কার দৃশ্যম-২ জিতলেও জয়জয়কার ছিল গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির।
সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শাহমান মাইশান ও শরীফ সিরাজ।
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭ টায় উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নাটকের প্রদর্শনী চলবে।
নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হল- এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী যেমন: ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সমাজে বিশৃঙ্খল অনিশ্চয়তা।
১৯ ডিসেম্বর বিকাল ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টা, ২০-২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা, ২৫ ও ২৬ ডিসেম্বর বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ২৭-৩০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে এবং ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় হবে এর সমাপনী মঞ্চায়ন।