গাড়িতে জীবনযাপনের গল্পে নিশো-মেহজাবীন

নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘একাই ১০০’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 01:04 PM
Updated : 29 July 2020, 01:04 PM

৩ আগস্ট রাত সাড়ে ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি; একইদিন রাত সাড়ে ৯টায় এটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে এক নাটকের প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্মাতা আরিয়ান বলেন, “ভাড়া বাসা বিড়ম্বনার বিষয়টি মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। যেমন, দেয়ালে পেরেক মারা যাবে না। রাত ১১টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। এসব তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসা ছেড়ে নিজের গাড়িতে অবস্থান নেওয়া এক যুবকের গল্প এটি। নাটকটি দেশে বেশ মজা পাবেন দর্শকরা।”

শহরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে তিক্ত সম্পর্কের গল্পে নির্মিত নাটকের গল্পে নিশো গাড়িতেই জীবনযাপনের সিদ্ধান্ত নেন। মাঝে নিশোর জীবনের জীবনের মেহজাবীনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরির পর ভ্রাম্যমান ঠিকানা নিয়ে বিপাশে পড়েন নিশো।

আরিয়ান জানান, নাটকে আফরান নিশোর এই ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হলো স্থানীয় শৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ, তার গাড়িতে সব থাকলেও টয়লেটটা নেই। সে জন্যই বুদ্ধি করে টয়লেটের নিকটবর্তী অঞ্চলে তার গাড়িটি পার্ক করা।