রানা প্লাজা নিয়ে গান

২৪ এপ্রিল ছিল  সাভারের রানা প্লাজা দুর্ঘটনার ৭ম বছর।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 10:36 AM
Updated : 25 April 2020, 10:36 AM

২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া মর্মান্তিক ওই দুর্ঘটনা নিয়ে  গান করলেন গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।

যার শিরোনাম ‘ধ্বংস হলো রানা প্লাজা’।

প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে এতে কণ্ঠ দিয়েছেন স্মরণ, লুইপা এবং মেহেদি হাসান।

গানটির অডিও মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে গানটির গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, ‘ধ্বংস হলো রানা প্লাজা’ গানটির মাধ্যমে ওই ভয়াবহ ঘটনার কথা সবার কাছে তুলে ধরা হয়েছে। আশা করছি এর ফলে সবাই সচেতন হবেন। শ্রমিকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। রানা প্লাজা কিংবা তাজরিনের মতো আর কোনো দুর্ঘটনা আমাদের দেখতে হবে না।

উল্লেখ্য, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের প্রাপ্য মজুরি সময়মতো পরিশোধের আহ্বানে আরো বেশ কয়েকটি গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। যার মধ্যে ‘আর নয় অগ্নিশিখা’, ‘শ্রমিকের পাওনাটাকে’, ‘এতো লাশ রাখবো কোথায়’ ইত্যাদি উল্লেখযোগ্য।

‘ধ্বংস হলো রানা প্লাজা’ গানটির ওয়েব লিংক: http://www.khalidsangeet.com/musics/details/dhongso-holo-rana-plaza