অপরাজনীতির বিরুদ্ধে ‘বীর’র লড়াই

নিজের ভোট নিজে দিতে চাওয়া এক ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া হলে তার পাশে এসে দাঁড়ান প্রতিবাদী তরুণ ‘বীর’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 04:47 AM
Updated : 10 Feb 2020, 04:47 AM

পরিচালক কাজী হায়াতের মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘বীর’র নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান; শনিবার ছবিটির ট্রেইলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ট্রেইলারে তাকে রাজনীতি সচেতন এক তরুণের ভূমিকায় দেখা গেছে। মিশা সওদাগরকে দেখা গেছে একজন অসৎ রাজনীতিবিদের ভূমিকায়।

ট্রেইলারে দেখা যায়, ‘আমার ভোট আমি দেব’ বলতে বলতে ভোট দিতে আসা এক ভোটারকে ভোট প্রদানে বাধা দেন মিশার অনুসারীরা। ভোটারকে বলেন, ‘কে রক্ষা করবে তোদের?’ এবার এগিয়ে আসেন ‘বীর’। বলেন, ‘দেশের জনগণ তো ঘুমায়ে গেছে। তাগের একটু জাগানোর চেষ্টা করতিছি।”

অপরাজনীতির প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে শাকিব খান ও মিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাদিমসহ আরও অনেকে।

ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে; আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।