বিজয় দিবসের টেলিফিল্ম ‘আমরা করবো জয়’

গান নিয়ে টেলিফিল্ম বানালেন প্রবীর রায় চৌধুরী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 12:51 PM
Updated : 15 Dec 2019, 12:51 PM

প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় বিজয় দিবসের বিশেষ টেলিফিল্ম “আমরা করবো জয়’য়ে মূল চরিত্র অভিনয় করেছেন তারেক আনাম খান, ফারহান আহমেদ জোভান, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, কায়েস চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূইয়া, সাগর হূদা, ঝুনা চৌধুরী, ঋধি, ইলমা, কেয়া, রকি খান, জেরিন খান, রিজভী, অমি, আরিয়ানা, আশরাফুল আলম সোহাগ, সঞ্জয়, সাদিয়া মুন, শ্রেয়াস, পারভেজ সুমন, মাসুম, সাকিব, লাবনি, সূচনা, কৌশিক, জান্নাতুল ফেরদৌস, নিপা খান, শাহরিয়ার, এলিজা, আদনানসহ আরো অনেকেই।

টেলিফিল্মটির গল্প ও পরিচালনায় ছিলেন প্রবীর রায় চৌধুরী। নাটকটির প্রমো টিভি এবং অনলাইনে ছাড়া হয়েছে, যা ইতিমধ্যে দর্শকের চোখে পড়েছে।

টেলিফিল্মটির প্রসঙ্গে নির্দেশক জানান, “আমরা করবো জয়” বর্তমান সময়ের শত বাধা বিপত্তির পরেও তিনটা ছেলে মেয়ের উঠে দাঁড়ানোর গল্প, যারা ভবিষ্যত বাংলাদেশ গড়তে চায়। ৩৫ জন অভিনেতা- অভিনেত্রীসহ ২০০ জনের একটি বিশাল টিম নিয়ে এবার কাজ করেছি আমরা। আশাকরি গল্পটি দর্শকদের অনুপ্রানিত করবে এবং চাহিদা পূরনে সক্ষম হবে।”

এছাড়াও এতে  আনোয়ার হোসেন আদর’য়ের লেখা একটি কবিতা আছে। যাতে কণ্ঠ দিয়েছেন সৃষ্টি এবং সুর দিয়েছেন আপেল মাহমুদ।

টেলিফিল্মটির সার্বিক সহযোগীতায় ছিলেন ৩৬০ বিডি প্রোডাকশন, ফ্যাক্টর থ্রি সলুয়েশন, বারোভুত এবং স্পন্সর করেছে “মোজো”।