ফিরলেন লতা মঙ্গেশকর

শনিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। ভারতের প্রথিতযশা এই শিল্পীর অসুস্থতার খবরে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল গোটা উপমহাদেশ। তবে তিনি ফিরেছেন বাসায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 01:46 PM
Updated : 11 Nov 2019, 01:46 PM

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বরাতে জানা গেছে তিনি এখন শঙ্কামুক্ত।

সংবাদ সংস্থা এনআই জানিয়েছে, বুকে সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন তিনি।

শনিবার মাঝরাতে লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় পত্রিকার তথ্য অনুযায়ী জৈষ্ঠ্য মেডিকেল উপদেষ্টা ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল এই শিল্পীকে।

সেপ্টেম্বরের ২০ তারিখে ৯০ বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। তার জন্মদিন উপলক্ষ্যে ধর্মেন্দ্র, হেমা মালিনী, ঋষি কপূরস মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষালসহ অনেকেই তাকে শুভেচ্ছা জানান।

তিনি নিজেও সামাজিক মাধ্যমে বেশ তৎপর। রবিবার একটি পোস্টে তিনি আত্মীয় পদ্মিনী কোলাপুরিকে শুভেচ্ছাও জানান।