মে দিবসে ফকির আলমগীরের নতুন গান

১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে নতুন গানে কণ্ঠ দিলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2019, 01:18 PM
Updated : 21 April 2019, 01:18 PM

ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা, ভালোবাসা তুমি আপোষের কাছে বন্দী মানবতা, ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন, ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন’- লিমন আহমেদের এমন কথায় গানটিতে সুরারোপ করেছেন মুরাদ নূর, সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

দীর্ঘদিন পর নতুন গানে কণ্ঠ দিলেন ফকির আলমগীর। বললেন, “দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। গানটি আমি অনেক আবেগ নিয়ে গেয়েছি। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাবো।”

এই গান নিয়ে গীতিকার লিমন আহমেদ বলেন, “এই গান বিশ্বের সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধার নিবেদন। খানিকটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি মানুষ নিজেকে শ্রমিক হিসেবে মূল্যায়ণ করে একে অপরের অধিকার ও প্রাপ্য সম্মানের প্রতি সচেতন থাকার প্রেরণা পাবেন।”

গানটি নিয়ে মুরাদ নূর বলেন, “বাংলার গণসংগীত মানেই ফকির আলমগীর। অনেকদিনের স্বপ্নের ফসল এই গান। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।”

১ মে ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে সিডি ভিশনের ইউটিউব চ্যানেলসহ বেশ কিছু ডিজিটাল মাধ্যমে।