চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান পেলেন আহমেদ শরীফ

নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অভিনেতা আহমেদ শরীফ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 12:22 PM
Updated : 18 April 2019, 12:30 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছ থেকে নিজেই অনুদানের চেক গ্রহণ করেন এই চলচ্চিত্র অভিনেতা।

এই অর্থ সহায়তা পেয়ে নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয় আহমেদ শরীফ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি।

সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’তে নায়ক হিসেবে আহমেদ শরীফের চলচ্চিত্র যাত্রা শুরু হলেও পরে খলনায়ক হিসেবে ‘বন্দুক’ চলচ্চিত্রে অভিনয় করেই নজর কাড়েন। এরপর আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, যার অধিকাংশেই খলনায়কের চরিত্রে ছিলেন তিনি।

রাজনৈতিক আদর্শে বিএনপির প্রতি অনুরক্ত ছিলেন আহমেদ শরীফ। দলটির সাংস্কৃতিক ফ্রন্ট জাসাসের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছিলেন। বিএনপি থেকে সংসদ সদস্য হতেও এক সময় আগ্রহী ছিলেন তিনি।