স্বাধীনতা দিবসে সজল-উর্মিলার ‘ভাস্কর্য’

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এ সময়ের গল্পে নির্মিত হলো নাটক ‘ভাস্কর্য’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 03:27 PM
Updated : 20 March 2019, 03:27 PM

মুক্তিযুদ্ধ গবেষকের চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা সজল। সম্প্রতি আহমেদ ফারুকের রচনা ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের নাটক ‘ভাস্কর্য’।

রাজধানীর উওরার আপনঘর শুটিং হাউজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন লোকেশনে  ‘ভাস্কর্য’ নাটকটি চিত্রায়িত হয়। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর।

নাটকটি  প্রসঙ্গে সজল বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের নাটকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। ভালো লাগছে এ নাটকে অভিনয় করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

উর্মিলা শ্রাবন্তী করের ভাষ্যে, “আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে হিসেবে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার কৌতূহল রয়েছে। এ নাটকের গল্পটি আমার পছন্দের। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।”

সরকার মিডিয়া ভিশন ও লাইফ গোল্ড মিডিয়ার প্রযোজনায় নাটকটিতে সজল-ঊর্মিলা ছাড়াও আরও অভিনয় করেছেন, আরিফুল ইসলাম আরিফ, আশরাফুল আলম সোহাগ, শরিফ সরকার, ইরা সিকদার, সানজিদা আলম, আনিসা হিরাসহ আরও অনেকে।

নির্মাতা জানান, আসছে ২৬ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসএ টিভিতে প্রচারিত হবে নাটকটি। পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হবে এটি।