বইমেলায় আসছে ‘তারার মুখে তারার গল্প’

অর্ধশতাধিক তারকা শিল্পীর সাক্ষাতকার নিয়ে বইমেলায় প্রকাশিত হচ্ছে ‘তারার মুখে তারার গল্প’। 

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2019, 08:21 PM
Updated : 15 Feb 2019, 08:21 PM

সাংবাদিক ও থিয়েটারকর্মী পান্থ আফজালের এ বইয়ে সংগীত, নাটক, থিয়েটার, নৃত্য, আবৃত্তি ও চলচ্চিত্র অঙ্গনের দেশি-বিদেশি ৫১ তারকার আলাপচারিতা স্থান পেয়েছে। ফুটে উঠেছে তাদের ব্যক্তিজীবন, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা অভিজ্ঞতার কথা।

এই তারকাদের মধ্যে আছেন নায়করাজ রাজ্জাক, ববিতা, রুনা লায়লা, আলী যাকের, মামুনুর রশীদ, শাহীন সামাদ, আবুল হায়াত, তিমির নন্দী, সুজেয় শ্যাম, দিলারা জামান, শর্মিলী আহমেদ, ড. এনামুল হক, লাকী ইনামের সাক্ষাৎকার।

আর হালের তারকাদের মধ্যে মোশাররফ করিম, অপি করিম, তিশা, বুবলি, সিয়াম, স্পর্শিয়া, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, নৃত্যশিল্পী শিবলী সাদিক ও শামিম আরা নিপার আলাপচারিতা।

বিদেশের তারকা শিল্পীদের মধ্যে ভারতের সৌমিত্র চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, মেধা বন্দোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি,  প্রিয়াংকা চোপড়া ও শ্রাবন্তীর সাক্ষাৎকার দুই মলাটে বেঁধেছেন পান্থ আফজাল।  

গ্লিটজকে তিনি বলেন, “এটা আমার প্রথম বই। দেশি-বিদেশি তারকাদের সঙ্গে আলাপচারিতা, আড্ডাসহ বিভিন্ন বিষয় এ বইয়ে তুলে ধরেছি। আশা করছি পাঠক আনন্দ পাবেন।”

‘তারার মুখে তারার গল্প’ বইটি বইমেলায় নিয়ে এসেছে ‘দেশ পাবলিকেশন্স’।  দাম রাখা হয়েছে ৪০০ টাকা।