নিঃসন্তান দম্পতির গল্প ‘ভালোবাসার তিন রঙ’

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো নাটক ‘ভালোবাসার তিন রঙ’। আহমেদ ফারুকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 01:16 PM
Updated : 16 Jan 2019, 01:26 PM

এক নিঃসন্তান দম্পতির জীবনের প্রেম ও পরকীয়ার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার তিন রঙ’। গত ১২ ও ১৩ জানুয়ারি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।

এতে নীলা চরিত্রে রূপদান করেছেন ঊর্মিলা, অপূর্ব’র চরিত্রে এস এন জনি ও সোহানের চরিত্রে অভিনয় করেছেন অর্ণব অন্তু। এছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ।

নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, “একটা মেয়ে বিয়ের পর একা একটা বাসায় ভীষণ একাকিত্বে ভোগে সেরকম একটি চরিত্র নীলা। বিয়ের পর পরিবারে একটা বেবি হলে এ নিঃসঙ্গতা কেটে যায়। একটা ফ্যামিলিতে একজন বেবি না থাকলে কী ধরনের সমস্যা হয় তা তুলে ধরা হয়েছে। দর্শক এ জায়গা থেকে কিছু বার্তা পাবে। আশা করি দর্শকদের নাকটকটি ভালো লাগবে।”

নির্মাতা জানান, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাটকটি  নির্মাণ করা হয়েছে। দিবসটিতে যে কোন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। নাটকটি প্রযোজনা করেছেন রাসেল সিদ্দিকী।