গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমলা রকেট’

ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে নূর ইমরান মিঠুর চলচ্চিত্র ‘কমলা রকেট।’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 01:17 PM
Updated : 20 Nov 2018, 01:17 PM

২০ নভেম্বর থেকে ৯ দিনব্যাপী বসছে গোয়া চলচ্চিত্র উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবেই ‘ওয়ার্ল্ড প্যানারমা’ ক্যাটাগরিতে ছবিটি দেখানো হবে। উৎসবে যোগ দিতে মঙ্গলবার মিঠু গোয়ায় যাচ্ছেন।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার পেয়েছে।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠুর যৌথ চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেন মিঠু।  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটি মাত্র দু’টি হলে মুক্তি পায় চলতি বছরের ১৬ জুন। 

মিঠু জানান, রাজধানীর স্টার সিনেপ্লেক্সে তিন সপ্তাহ ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্রটি একমাস প্রদর্শিত হয়। দর্শকমহলে দারুণ সমাদৃত এ চলচ্চিত্রটি দেশের অন্যকোন প্রেক্ষাগৃহে মুক্তি দিতে না পারার বেদনা বহণ করছেন নির্মাতা।

ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয়রাজ, সামিয়া সাঈদ, সেঁউতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।