অ্যাংরি বার্ডস টু-তে ওয়াহিদ ইবনে রেজা

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ব্লকবাস্টার অ্যানিমেটেড ছবি ‘অ্যাংরি ‌বার্ডস’-এর সিক্যুয়াল নির্মাণে যুক্ত হলেন বাংলাদেশের নির্মাতা ও অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 03:24 PM
Updated : 17 Oct 2018, 03:24 PM

আগামী বছর আসছে হলিউডের ব্লকবাস্টার অ্যানিমেটেড ছবি ‘দ্য অ্যাংরি ‌বার্ডস’ সিরিজের নতুন ছবি। এ ছবিতে কাজ করছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা। ইতিমধ্যেই হলিউড ইন্ডাস্ট্রিতে সুপার হিরো নির্মাণের পেছনের কারিগর হিসেবে খ্যাত এ নির্মাতা বুধবার জানালেন নতুন খবর।

শিশুতোষ ছবি ‘দ্য অ্যাংরি বার্ডস টু' এর মডেলিং ও ম্যাটপেইন্টিং বিভাগের দায়িত্বে পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষুদে বার্তায় ওয়াহিদ ইবনে রেজা লিখেছেন- কাজ করছি অ্যারি বার্ডস টু-তে। সামনে বছর যা মুক্তি পাবে সেপ্টেম্বর মাসে। আমি দেখাশোনা করছি মডেলিং এবং ম্যাটপেইন্টিং ডিপার্টমেন্টের। সরাসরি কনসেপ্ট ড্রয়িং থেকে নানা রকম চরিত্র, প্রপ্স, এনভায়রনমেন্ট এর মডেল বানানো দেখছি আর দেখছি আকাশ আঁকা। সো ফার, খারাপ লাগছে না!”

এর আগের কিস্তিতে অ্যাংরি বার্ডস পৃথিবীব্যাপী আয় করেছিল সাড়ে তিনশ’ মিলিয়ন ডলার। হলিউডের সম্ভাব্য নতুন সাফল্যের অংশিদার হলেন ওয়াহিদ রেজা। বর্তমানে হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজওয়ার্কস-এর অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।