‘যমুনার চর’ হয়ে ফিরলেন রাজিব

‘আমি আসব ফিরে বারে বারে যমুনার চর হয়ে গো যমুনার চর’- গানে নদী ভাঙন, শৈশবের নানা স্মৃতি ফুটিয়ে তুললেন সংগীতশিল্পী রাজিব।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2018, 02:56 PM
Updated : 31 July 2018, 02:56 PM

চার বছর পর সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হলো ক্লোজআপ ওয়ান খ্যাত রাজিবের নতুন গান ‘যমুনার চর’। তারেক আনন্দের কথায় প্রথম মিশ্র অ্যালবাম 'আনন্দের গান'-এ প্রকাশিত হয়েছে তার এ গানটি। এর সুর ও সংগীতায়োজন করেন অয়ন চাকলাদার। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিল্পি রাজিব নিজেই।

গান ও ভিডিও প্রসঙ্গে রাজিব বলেন,“‘যমুনার চর’ বেঁচে থাকার মতো একটি গান। এই ধরণের গান মানুষ শুনতে চায়। চার বছর পর মিউজিক ভিডিও করার উদ্দেশ্য একটাই, ভিডিওর এই সময়ে এসে অডিও গান শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে না। তাই নিজ থেকে উদ্যোগ নিয়ে গানটটি শ্রোতাদের কানে পৌঁছানোর চেষ্টা করলাম।”

 

তারেক আনন্দ বলেন, “‘যমুনার চর’ আমার কথার প্রিয় একটি গান। এমন গান ইচ্ছে করলেই লেখা যায় না। শৈশবে আমার চোখের সামনে যমুনা নদীতে বিলিন হয়েছে নানাবাড়ি। সেই স্মৃতি থেকেই গানটি লেখা। অয়নের চমৎকার সুর সংগীতে কণ্ঠ দিয়েছেন রাজিব ভাই। যমুনার চর গানের মিউজিক ভিডিও তিনিই নির্মাণ করেছেন। গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।”

রাজিব জানান, ড্রোন ব্যবহার করে জামালপুরের যমুনাতীরবর্তী এলাকায় মিউজিক ভিডিওটির শুটিং করেছেন তিনি।