ধ্রুব গুহ’র গানে এক ঝাঁক ভারতীয় অভিনয়শিল্পী

নিজের প্রথম গান ‘শুধু তোমার জন্য’ দিয়েই  শ্রোতাপ্রিয়তা পেয়েছেন ধ্রুব গুহ। তারপর থেকেই নিয়মিত গাইছেন। এবার প্রায় বছরখানেক বিরতির পর নতুন গান নিয়ে আসছেন এ শিল্পী। গানটির ভিডিওতে অভিনয় করেছেন একঝাঁক ভারতীয় অভিনয়শিল্পী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 12:05 PM
Updated : 4 July 2018, 12:05 PM

‘তোমর ইচ্ছে হলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন  আহমেদ রিজভী। গানটির সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।

গানটির ভিডিওতে ধ্রুব গুহ’র সঙ্গে মডেল হয়েছেন ভারতের বাংলা ও হিন্দি ও ভোজপুরি সিনেমার চেনামুখ অভিনেত্রী মোনালিসা। কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করা হয়েছে গানটির। মোনালিসা ছাড়াও গানটিতে অভিনয় করেছেন কলকাতার টিভি সিরিয়ালের দুই জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং রেমো। আরও আছেন শাশ্বতী মজুমদার, সুজিত বিশ্বাস।

নিজের গান ও ভিডিও প্রসঙ্গে ধ্রুব বলেন- “একটু সময় নিয়েই নিজের কাজটি করতে চাই। যে কারনে একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে আমার ভক্ত শ্রোতাদের। গানটি অসাধারন মেলোডিয়াস একটি গান। সুর হৃদয়কাড়া। আর ভিডিওতেও নতুনত্ব আনতে চেষ্টা করেছি। দর্শক-শ্রোতার কথা চিন্তা করেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। তবে সবার আগে গান। আমার নতুন এই গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে, পাশাপাশি ভিডিওটিও দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াবে বলে আমার বিশ্বাস।”

ভারতের অন্যতম বড় রিয়েলিটি শো ‘বিগবস’ দিয়ে আলোচনায় আসেন মোনালিসা। প্রায় ১২৫টি ভোজপুরী চলচ্চিত্র ও ৪০টি হিন্দী, বাংলা ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০০৩ সালে মনতাজুর রহমান আকবরের ‘টপ সম্রাট’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।

দীর্ঘদিনপর বাংলাদেশের কোন নির্মাণে যুক্ত হতে পেরে আনন্দিত তিনি। মোনালিসা বলেন, “বেশ শ্রুতিমধুর একটা গান এটা। একটি রোমান্টিক গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। কাজ করে ভীষণ ভালো লেগেছে। প্রিয়াঙ্কা ও রেমো দারুণ অভিনয় করেছে। আশা করছি দর্শক-শ্রোতার কাজটি খুব ভালো লাগবে।”

আগামী ১৯ জুলাই ধ্রুব মিউজিক স্টেশানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘তোমার ইচ্ছে হলে’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।