নতুনরূপে রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মধ্যবর্তিনী’ অবলম্বনে একই শিরোনামে ধারাবাহিক নাটক তৈরি করেছে দীপ্ত টেলিভিশন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 04:04 PM
Updated : 29 June 2018, 04:59 PM

আগামী ১৪ জুলাই থেকে সম্প্রচার শুরু হচ্ছে ৭৫ পর্বের এই ধারাবাহিকের।

আহমেদ হীরক খানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রাজু খান।

নাটকটি নিয়ে তিনি শুক্রবার গ্লিটজকে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর চির আধুনিক। তাকে ধরতে হলে যে সেই সময়কেই হুবহু পর্দায় আনতে হবে আমরা তা মনে করিনি। তার গল্পটিকে আমরা ২০১৮ সালের উপযোগী করে উপস্থাপন করেছি।

“গল্পটির মূল চরিত্র নিবারণ, হরসুন্দরী ও শৈলবালার ছায়া অবল্বনে নাটকটির চরিত্রগুলো কথা বলেছে। কাজটি একটু ঝুঁকিপূর্ণ হলেও আমরা বারবার চিত্রনাট্য সংশোধন করেছি। আশা করছি, দর্শক নাটকটি উপভোগ করবেন।”

দীপ্ত টিভির সেট, চাঁদপূরের লঞ্চ, উলুখোলা ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হয়েছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ অনেকে।