বুলবুলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার

সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে শনিবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2018, 02:11 PM
Updated : 3 June 2018, 02:13 PM

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আফজালুর রহমানের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রে দুটি স্টেনট পরানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পীর পুত্র সামির আহমেদ।

রোববার সামির বলেন, “তিন দিন আগে বাবাকে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করানো হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা বাইপাসের বদলে তার হৃদযন্ত্রে রিং পরানোর সিদ্ধান্ত নেন। বাবা এখন অনেকটায় সুস্থ।”

এর আগে গত ১৫ মে ফেইসবুকে এক পোস্টে নিজের অসুস্থতার খবরটি জানান বুলবুল। তিনি লিখেন, “একটি ঘরে ৬ বছর গৃহবন্দি থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্যভাবে অসুস্থ।  আমার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না।”

পোস্টটি দেখে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাৎক্ষণিক প্রধানমন্ত্রী তার ব্যাপারে খোঁজখবর নিতে বলেন।

“আমি খোঁজ নিয়ে জানালে বুলবুল ভাইয়ের চিকিসার সব দায়-দায়িত্ব তার বলে তিনি (প্রধানমন্ত্রী) জানান।”

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একদল চিকিৎসক এ সুরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। বুলবুল নিজেই দেশে চিকিৎসা গ্রহণে আগ্রহ প্রকাশ করলে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করানো হয় তাকে।

মুক্তিযোদ্ধা বুলবুল যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন।