দুই দশক আগে রাজস্থানে সিনেমার শুটিংয়ে গিয়ে বেআইনি ভাবে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে বলিউড তারকা সালমান খানকে পাঁচ বছরের সাজা দিয়েছে ভারতের যোধপুরের একটি আদালত।
Published : 05 Apr 2018, 04:15 PM
বৃহস্পতিবার রাজস্থানের যোধপুর আদালত কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে সলমন খানকে সাজা দিলেও বিচারক দেবকুমার ক্ষেত্রি টাব্বু, সোনালি বেন্দ্রে, নীলম ও সাইফ আলি খানকে বেকসুর খালাস দিয়েছেন।
সংবাদমাধ্যম এএনআই সূত্রে খবর, এই মামলায় যারা বেকসুর খালাস পেয়েছেন তাদের সাজার জন্যও আদালতের আবেদন জানাতে চলেছে বিষ্ণোই সম্প্রদায়।
রাজস্থানের এই বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ কৃষ্ণসার হরিণ পূজা করে। কৃষ্ণসার হরিণকে সন্তানস্নেহে পালন করেন।
সম্প্রদায়ের সংগঠনের তরফে জানানো হয়, আদালতের রায় বিশ্লেষণ করে দেখা হবে। বেকসুর খালাস হয়েছেন যারা, তাদের সাজার জন্যও আদালতের কাছে আরজি জানানো হবে।
We'll analyse the judgement. We want an immediate appeal to be filed against those who have been acquitted and we also demand maximum punishment for Salman Khan: Rampal Bhawad, State President, Bishnoi Tigers Vanya Evam Paryavaran Sanstha #BlackBuckPoachingCase #Rajasthan pic.twitter.com/Jfn8Pf5Jdp
— ANI (@ANI) April 5, 2018
এই মামলায় সালমানের পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত ।
রায় ঘোষণার পরপরই আদালত প্রাঙ্গনে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ নৈতিক জয়ের আনন্দে মেতে ওঠেন ।
Rajasthan: Members of Bishnoi community celebrate outside Jodhpur Court after the Court pronounced 5-year-imprisonment to Salman Khan in #BlackBuckPoachingCase pic.twitter.com/GqGLn3dMYh
— ANI (@ANI) April 5, 2018