‘লালযাত্রা’ একটি থিয়েট্রিক্যাল প্যারেড: রাহুল আনন্দ

২৫ মার্চ বিকেল পাঁচটায় প্রাচ্যনাটের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লালযাত্রা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 03:41 PM
Updated : 19 March 2018, 03:44 PM

২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও প্রাচ্যনাট আয়োজন করছে ‘লালযাত্রা’। এইদিন বিকাল পাঁচটায় ‘লালযাত্রা’য় সবান্ধব হাঁটবে নাট্যদলটি, তার সঙ্গে হাঁটবে সাধারণ মানুষও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে এই ‘লালযাত্রা’ শুরু হবে।

‘লালযাত্রা’র মূলভাবনা প্রাচ্যনাটের সদস্য ও জলের গান ব্যান্ডের জনপ্রিয় গায়ক রাহুল আনন্দের।

তার ভাষ্যে, “ ‘লালযাত্রা’ একটি থিয়েট্রিক্যাল প্যারেড। ২৫মার্চের কালো রাতে যারা শহীদ হয়েছেন তারাতো প্রস্তুত ছিলেন না। অতর্কিতে তাদের হত্যা করা হয়েছে।

তাদের স্মরণে রক্তের রঙ লাল নিয়ে আমাদের এই লালের সঙ্গে যাত্রাই ‘লালযাত্রা’। একটি স্থান থেকে একটি স্থানে যেতে যেতে নানা ধরণের পারফরমেন্সের ভেতর দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।”

রাহুল আনন্দ বলেন, “শুরু থেকে এ পর্যন্ত ‘লালযাত্রা’ প্রতিবারই নতুন করে এসেছে। মানুষের সম্পৃক্ততা বেড়েছে। এবারও নতুন কিছু আয়োজন থাকছে।”

‘লালযাত্রা’ শেষ হবে ফুলার রোড সড়কদ্বীপের স্মৃতি চিরন্তন চত্বরে। স্মৃতি চিরন্তন চত্বরে সকল শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

২০১০ সাল থেকে ‘লালযাত্রা’র আয়োজন করছে প্রাচ্যনাট। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত।