ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি চলচ্চিত্র

যুক্তরাষ্ট্রের মন্টানার মিসৌলাতে অনুষ্ঠিতব্য ৪১তম ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে নির্মাতা-ফটোসাংবাদিক আরিফ আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্যারাডাইজ নেস্ট’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2018, 03:21 PM
Updated : 25 Feb 2018, 11:35 AM

উৎসবটি চলবে ১৪-২২ এপ্রিল।

আরিফ আহমেদ বলেন, “বন্যপ্রাণিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব এটি। বিশ্বের নামী দামি সব নির্মাতারা এখানে ছবি নিয়ে হাজির হবেন। তাদের ভিড়ে আমার ছবিটি প্রদর্শিত হবে ভেবে খুবই ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “পাখিদের ছবি তোলা আমার নেশা। অনেক স্বপ্ন নিয়ে ‘প্যারাডাইজ নেস্ট’ নির্মাণ করেছি। এখন অনেকেই এটি নিয়ে আগ্রহ দেখালেও শুরুর দিকে কোনো পৃষ্ঠপোষক পাইনি। নিজেই প্রযোজনা করেছি। ছবিটির প্রতিটি ফ্রেমে অনেক শ্রম ও দীর্ঘশ্বাস মিশে আছে আমার। অবশেষে এটি সবার কাছে প্রশংসিত হচ্ছে দেখে আমি স্বার্থক। শিগগিরই ছবিটি ইউটিউবে প্রকাশ পাবে।”

একটা নীড়কে কেন্দ্র করে পাখির যাপিত জীবন, বোধ, বেড়ে ওঠা, প্রকৃতির সঙ্গে সংগ্রাম, প্রেম-ভালোবাসা এমনকি ইকো সিস্টেমের শিকার হওয়ার মতো বিষয়গুলো উঠে এসেছে এ চলচ্চিত্রে।