যাদু নিয়ে অনুষ্ঠান ‘যাদুকর’

জনপ্রিয় বিনোদনমাধ্যম যাদু নিয়ে পূর্ণাঙ্গ অনুষ্ঠান প্রচার করছে মাই টিভি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2018, 01:36 PM
Updated : 28 Jan 2018, 01:45 PM

জনপ্রিয় ম্যাজিশিয়ান শাহীন শাহ’র গ্রন্থনা ও উপস্থাপনায় মাই টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে যাদুর অনুষ্ঠান ‘যাদুকর’ । চলতিবছর ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি ইতিমধ্যে ৪পর্ব প্রচারিত হয়েছে।

বিপুল খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে বিভিন্ন জেলার তরুণ যাদুকরদের অংশগ্রহণে ম্যাজিক শো, বিশ্বখ্যাত যাদুকরদের জীবনী ও ভিডিও ফুটেজ, টেবিল ম্যাজিক প্রদর্শন ছাড়াও সচেতনতামূলক একটি বিশেষ পর্বও থাকছে প্রতিটি অনুষ্ঠানে।

এ প্রসঙ্গে শাহীন শাহ বললেন, “যাদুর মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাতের মতো ঘটনা অহরহ ঘটছে। আমার এই শো’তে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এসব প্রতারণার শিকার হয় মানুষ।

কোনো তন্ত্র-মন্ত্র নয়, সবই যে ম্যাজিক ও কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ঘটে তাই বিভিন্ন নাটিকার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রথম পর্ব থেকেই ভালো সাড়া পাচ্ছি। আমাদের দেশে তো যাদু নিয়ে খুব একটা অনুষ্ঠান হয় না। জনপ্রিয় এ মাধ্যমটি নিয়ে টেলিভিশন চ্যানেল বা সরকারেরও খুব একটা মাথাব্যাথা নেই।

শিল্পকলা একাডেমিতে জাদুশিল্পের জন্য কোনো জায়গা নেই। আমার অনুষ্ঠানে আমি তরুণ যাদুকরদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।”

অনুষ্ঠানের প্রতি পর্বে একটি করে ম্যাজিকও শেখানো হচ্ছে বলে জানান তিনি। জাদুকর শাহীন শাহ অনুষ্ঠানটির বাইরেও তার ব্যক্তিগত যাদুশিক্ষা প্রতিষ্ঠান এনলাইট ম্যাজিক অ্যাকাডেমিতে যাদু ও যাদুর আনুষঙ্গিক বিষয়াদি শেখাচ্ছেন।

‘যাদুকর’ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে মাই টিভিতে।