‘অপারেশন কিলো ফ্লাইট’ থেকে ‘ডু অর ডাই’

মুক্তিযুদ্ধ চলাকালীন বিমান বাহিনীর দুর্ধর্ষ অভিযান ‘অপারেশন কিলো ফ্লাইট’-এর গল্পে ‘ডু অর ডাই’ নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 03:40 PM
Updated : 17 Jan 2018, 03:40 PM

বুধবার সকাল ১১টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে চলচ্চিত্রটির কনসেপ্ট পোস্টার উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে জানানো হয়, ‘অপারেশন কিলো ফ্লাইট’-এর বীর নায়কদের অন্যতম DHC3- OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলমের (বীর উত্তম) চরিত্র অবলম্বনেই সিনেমার প্রধান চরিত্রকে সাজানো হয়েছে।

তার কৈশোর, তারুণ্য ও মুক্তিযুদ্ধের অংশগ্রহণের পাশাপাশি ‘অপারেশন কিলো ফ্লাইট’-এর অন্যান্য সদস্যরাও থাকবেন চলচ্চিত্রে।

শামসুল আলম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিলো ফ্লাইট অপারেশনের অংশগ্রহণকারী ক্যাপ্টেন আকরাম আহমেদ (বীর উত্তম), ফ্লাইং অফিসার বদরুল আলম (বীর উত্তম), ক্যাপ্টেন আব্দুল খালেক (বীর প্রতীক), ‍নূরুল হক (বীর প্রতীক)।

‘অপারেশন কিলো ফ্লাইট’-এর মতো গুরুত্বপূর্ণ অভিযান সম্বন্ধে তরুণদের জানাতেই চলচ্চিত্রের বিষয়বস্তু হিসেবে এ অভিযানকে নির্বাচন করেন বলেন জানান নির্মাতা দীপন।

তবে চলচ্চিত্রের শিল্পীদের এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি। বাংলাদেশের বাইরে বলিউডেও অভিনয়শিল্পীদের সম্পৃক্ত করার ইচ্ছা আছে তার।

চলতি বছরের নভেম্বরেই শুরু হবে শুটিং। শুটিং হবে বাংলাদেশ ও ভারতে। ২০১৯ সালে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানান তিনি।

ছবিটি প্রযোজনা করছে থ্রি হুইলার্স লিমিটেড ও মেইন স্কয়ার কর্পোরেশন।