ডোলর্স ও’রিয়রডন-এর আকস্মিক মৃত্যু

মাত্র ৪৬বছর বয়সেই চলে গেলেন এই আইরিশ রকস্টার । তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 01:46 PM
Updated : 16 Jan 2018, 01:46 PM

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইরিশ রক ব্যান্ড ‘দ্য ক্র্যানবেরিজ’-এর প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট ডোলর্স ও’রিয়রডনের আকস্মিক মৃত্যু হয়েছে ।

সিএনএন সূত্রে খবর, সোমবার লন্ডনের একটি হোটেল থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।

এই শিল্পীর জনসংযোগ আধিকারিক লিন্ডসে হোমস ডোলর্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হোমস জানিয়েছেন, ডোলর্সের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার পরিবার। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি । লন্ডনে রেকর্ডিংয়ের জন্য গিয়েছিলেন তিনি।

মাত্র ৪৬বছর বয়সেই এই রক গায়িকার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার হাজার হাজার ভক্ত স্তম্ভিত ।

 

ডোলর্সের মৃত্যুতে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগনিস গভীর শোক জ্ঞাপন করেছেন।

তিনি বলেছেন, “রক ও পপ সঙ্গীতে দ্য ক্র্যানবেরিজের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। আয়ারল্যান্ডের পাশাপাশি গোটা বিশ্বেই খ্যাতি পেয়েছিলেন ডোলর্স ও’রিয়রডন। তার মৃত্যু এক বড়ো ক্ষতি ।”

শিল্পীর এই আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বন্যা বইছে । আয়ারল্যান্ডের বিশিষ্ট সংগীতশিল্পীরাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন ।

‘দ্য ক্র্যানবেরিজ’ ব্যান্ডের সহশিল্পী, নোয়েল, মাইল এবং ফার্গল টুইটে লিখেছেন, “আমরা বন্ধু বিয়োগে বিধ্বস্ত । ও’রিয়রডন এক অসাধারণ শিল্পী, আমরা গর্বিত তার জীবনের অংশ হতে পেরে । বিশ্ব আজ এক ভালো শিল্পীকে হারালো ।”

আইরিশ সংগীতশিল্পী হজিয়ের শোক প্রকাশ করে বলেছেন, “আমার প্রথম শোনা ডোলর্স ও’রিয়রডনের গান আমি কখনোই ভুলবো না ।

আমার মনে প্রশ্ন জাগতো, এরকম অসাধারণ এক কন্ঠকে রকসংগীতের শব্দের প্রেক্ষিতে কীভাবে তিনি ব্যবহার করতেন!

আমি কখনো কাউকে এরকম যন্ত্রসংগীত ব্যবহার করতে শুনিনি । তার মৃত্যুর সংবাদে আমি শোকস্তব্ধ ।”