‘শশীজিকে দেখে মনে হয়েছিলো তার পাশে টিকতে পারবো না’

৪ ডিসেম্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন বলিউড অভিনেতা শশী কাপুর। সদ্য প্রয়াত খ্যাতিমান এই অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণা করলেন বন্ধু ও সহকর্মী অমিতাভ বচ্চন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 04:05 PM
Updated : 5 Dec 2017, 04:05 PM

একসঙ্গে প্রায় ১৬টির মতো সিনেমায় অভিনয় করেছিলেন শশী কাপুর ও অমিতাভ বচ্চন। ‘দিওয়ার’, ‘কাভি কাভি’, ‘ত্রিশূল’, ‘সোহাগ’, ‘সিলসিলা’, ‘নামক হালাল’সহ একাধিক সিনেমায় বাজিমাৎ করেছিলেন তারা।

একসঙ্গে দুই জনপ্রিয় অভিনেতা পর্দা ভাগাভাগি করার ঘটনা বলিউডে খুব একটা চোখে পড়ে না। সহকর্মী থেকে পরবর্তীতে ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি শশী কাপুরকে নিয়ে একটি স্মৃতিচারণা লিখেছেন অমিতাভ বচ্চন।

তার নিজস্ব অনলাইন ব্লগে স্মৃতিচারণায় ‘সরকার’ অভিনেতা লিখেছেন, “আমি যখন প্রথম বলিউডে প্রবেশ করি তখন একটি ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে শশীজীকে দেখেছিলাম। অসম্ভব সুদর্শন এই মানুষটি আমার সহকর্মী হবেন তখনও তা ভাবিনি।”

 

অমিতাভ আরও লিখেছেন, “পৃথ্বীরাজ কাপুরের ছেলে শশী কাপুর। আমার দেখা সবচেয়ে সুদর্শন ও সুঅভিনেতাদের একজন। তাকে দেখে আমার প্রথমেই যে কথাটি মনে হয়েছিল তা হলো- তার পাশে কোনোভাবেই আমি টিকতে পারবো না।”

পরবর্তীতে অবশ্য শুধু টিকতেই পারেননি বরং অভিনয় যাদু দিয়ে কয়েক দশক ধরে হিন্দি সিনেমার দর্শকদের মাৎ করে রেখেছেন বিগ বি!

প্রথম ছবির সেটেই শশী কাপুরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় অমিতাভের। পরবর্তীতে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়।

বৈবাহিক সূত্রে অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন শশী কাপুরের ভাই রাজ কাপুরের পুত্রবধূ হওয়ায় তাদের ভেতর তৈরি হয় আত্মীয়তার বন্ধনও।

অমিতাভকে ভালোবেসে ‘বাবুয়া’ নামে ডাকতেন শশী। তার স্ত্রী জেনিফার কেন্ডালের মৃত্যুর সময়ও পাশে ছিলেন অমিতাভ।