‘আমি শাহরুখ খান, আমি কেন অন্য কারও মতো হতে যাব?’

বয়স ৫০-এর ঘর পেরুলেও এখনও ভক্তদের ‘স্বপ্নের নায়ক’ তিনি। সম্প্রতি সিনেমার বাজারে মন্দা গেলেও নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস আছে বলিউড বাদশাহ’র।এখন আর সিনেমা হিট হচ্ছে না ফ্লপ তা নিয়ে মাথা ঘামাননা তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 03:46 PM
Updated : 2 Jan 2018, 11:38 AM

অভিনয় জীবনের ২৫ বছরে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য ও জনপ্রিয়তা। এক দরিদ্র ভারতীয় তরুণ থেকে নিজের যোগ্যতায় বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। অর্থ ও প্রতিপত্তির পাশাপাশি অভিনয় জাদুতে মুগ্ধ করেছেন দর্শককে।

‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল’, ‘ডন’সহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বলিউডের ‘কিং খান’-এর খেতাব জয় করেছন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ‘রইস’ তারকা বলেন, “একটা সময় সিনেমা হিট হচ্ছে না ফ্লপ তা নিয়ে মাথা ঘামাতাম। কিন্তু এখন আমার কাছে অভিনয়টাই মুখ্য। খেয়াল করে দেখবেন গত দু’বছরে আমি নিজেকে নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। সাইকোলজিক্যাল থ্রিলার ‘ফ্যান’-এ দ্বৈত চরিত্রে অভিনয় থেকে শুরু করে ‘ডিয়ার জিন্দেগি’তে দীর্ঘায়িত অতিথি চরিত্রে অভিনয় করেছি। ধরতে গেলে সেভাবে ‘নায়কসুলভ’ চরিত্রে আমাকে কম দেখতে পেয়েছে দর্শক।”

সর্বশেষ মাহিরা খানের বিপরীতে ‘রইস’ দিয়ে দর্শক মাতালেও, গত কয়েক বছর ধরে তার সিনেমা বক্সঅফিসে ভালো ব্যবসা করতে পারছে না। তবে কি এ-কালের নায়কদের সঙ্গে পাল্লা দিতে তাদের অনুসরণ করবেন তিনি?

সাক্ষাৎকারে সমসাময়িকদের অনুসরণ করার বিষয় নাকচ করে দিয়ে শাহরুখ বলেন, “অভিনয় ক্যারিয়ারে আমি যা পেয়েছি তা আমার প্রত্যাশার চেয়েও বেশি। আজ আমার হারানোর কিছু নেই। এখনও আমার অনেক ভক্ত রয়েছে যারা বলে, ‘আমি শাহরুখ খান হতে চাই’। আমি জানি হয়ত আমি অনেক বড় কিছু নই, তবুও আমি বলবো- আমি শাহরুখ খান, আমি কেন অন্য কারও মতো হতে যাব?”

এ মুহূর্তে আনন্দ এল. রাই এর নতুন ছবির দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন শাহরুখ। এতে তার বিপরীতে দেখা যাবে ‘যব তক হ্যায় জান’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। সম্প্রতি ছবির শুটিং সেট থেকে তোলা একটি সেলফি টুইটারে প্রকাশ করেছেন শাহরুখ। ছবিতে প্রিয় তারকার হাস্যোজ্জ্বল মুখ দেখে উচ্ছ্বসিত ‘এস.আর.কে’ ভক্তরা।

 

২০১৮ সালে মুক্তি পাবে শাহরুখের নাম চূড়ান্ত না হওয়া এ নতুন ছবিটি। এতে প্রথমবারের মতো ক্ষুদে-মানব বা ‘বামন’ চরিত্রে দেখা যাবে তাকে।