“প্রতিমাসে একবার করে শাস্ত্রীয় সংগীত, নৃত্যের আয়োজন করা হবে,” বলেন শিল্পকলার মহাপরিচালক।
Published : 14 Jul 2023, 10:54 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দুই দিনের শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শুরু হয়েছে।
শুক্রবার বিকালে এ আয়োজন উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রদীপ প্রজ্বালনের পর শুরুতেই ছিল ওড়িশি পরিবেশনা। দলীয় এ নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ দল।
পরে কত্থক পরিবেশন করেন মন্দিরা চৌধুরী। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন রেজওয়ান আলী লাভলু ও কানিজ হুসনা আহমেদী। ভরতনাট্যম পরিবেশন করেন জুয়েইরিয়াহ মৌলি এবং কত্থক পরিবেশন করেন স্নাতা শাহরিন।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক লাকী বলেন, “প্রতিমাসে একবার করে শাস্ত্রীয় সংগীত, নৃত্যের আয়োজন করা হবে। দেশের প্রতিটি জেলায় এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দিতে নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
“আমরা প্রতিটি জেলায় কমপক্ষে ১ হাজার শিক্ষার্থী তৈরির লক্ষ্যমাত্রা দিয়েছি। কোনও কোনও জেলায় তা ৩ হাজার ছাড়িয়েছে।"
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দুদিনের এ উৎসবে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করছেন- রেজওয়ান আলী লাভলু, কানিজ হুসনা আহমেদী, অন্তরা মণ্ডল, বিটু শীল, রেজওয়ানুল হক, প্রিয়াংকা গোপ, ফকির শহিদুল ইসলাম, পূর্ন চন্দ্র মণ্ডল, অসিত দে, সুস্মিতা দেবনাথ, সৌমিতা বোস, ইউসুফ আলী খান, ইয়াকুব আলী খান, সাইফুল তানকার, শেখ জসিম, অসিত রায়, শেখর মণ্ডল, হারুন অর রশিদ, করিম সাহাবুদ্দিন, অভিজিৎ কুণ্ড, অনিল কুমার সাহা, বিজন চন্দ্র মিস্ত্রী।
শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করছেন- মন্দিরা চৌধুরী, জুয়েইরিয়াহ মৌলি, স্নাতা শাহরিন, বাবরুল আলম চৌধুরী, এগনেস র্যাচেল প্রিয়াংকা, সাজু আহমেদ, তামান্না রহমান, মুনমুন আহমেদ, মনোমী তানজানা অর্থী, মোহনা মীম, মো. মাসুম হোসাইন, সালমা বেগম মুন্নি, অবন্তিকা আল রেজা, সাইফুল ইসলাম সাকি, দীপা সরকার, অমিত চৌধুরী, মনিরা পারভীন, সুইটি দাস, মারিয়া ফারিহ উপমা, সন্দীপ মল্লিক, জসীম উদ্দিন।
এছাড়াও অংশ নিচ্ছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ, নৃত্যছন্দ, সৃষ্টি কালচারাল সেন্টার, ধৃতি নর্তনালয়, জাগো আর্ট সেন্টার, স্বপ্নচুড়া কালচারাল একাডেমি।
শনিবার সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।