“আমি যেমন খুশি, তেমনই জানি ওই দিন আমাকে সামলানো যাবে না। আমি সেদিন খুব কাঁদব। কারণ আমি আবেগ চেপে রাখতে পারি না।”
Published : 11 Oct 2023, 12:06 PM
আর কয়েক মাস; তারপরই পূর্ণতা পাবে আমির-কন্যা ইরা ও নূপুর শিখরের প্রেমের সম্পর্ক। আগামী বছর ৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তারা।
কথা ছিল ৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়বেন আমির-কন্যা। তবে পিছিয়ে যায় বিয়ের তারিখ। পরে ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে বলে জানিয়েছেন আমির নিজেই।
বাবা আমির খানের কাছে এ এক অন্যরকমের অনুভূতি। একদিকে আনন্দ, অন্যদিকে কষ্টেরও বটে। বিয়ের দিন অন্য বাবাদের মতোই আবেগ ধরে রাখাটা তার জন্য কঠিনই হবে।
এমন অনুভূতির কথা নিজেই জানিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।
“আমি যেমন খুশি, তেমনই জানি ওই দিন আমাকে সামলানো যাবে না। আমি সেদিন খুব কাঁদব। কারণ আমি আবেগ চেপে রাখতে পারি না।”
আনন্দবাজার বলছে, হবু জামাতার প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে, বলেছেন নূপুরের মায়ের কথাও।
তিনি বলেন, “এই কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি নূপুর আমাদের ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা একে অপরের সঙ্গে খুশি, সেটাই যথেষ্ট। এ ছাড়াও বলব নূপুরের মায়ের কথা। খুব ভালো মানুষ। উনি আমাদের পরিবারের একজন হয়ে উঠেছেন।”
প্রায় দুই বছর সম্পর্কে থাকা ইরা ২০২২ সালের ১৮ নভেম্বর শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে বাগ্দান সারেন।
এই মুহূর্তে সিনেমা থেকে কিছুটা সময় বিরতি নিয়েছেন অভিনেতা। ‘লাল সিংহ চড্ডার’ ব্যর্থতার পর নাকি সিনেমার প্রতি ভালোবাসা শেষ হতে শুরু করেছে তার। তবে পারিবার ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটিয়ে এখন অনেকটা ভালো আছেন তিনি।