“জিজ্ঞেস করলাম নায়ক নায়িকা কে? উনি বললেন নাঈম, মিথিলা। আমি বললাম তাহলে তো একবার ওইদিকে ঘুরে দেখে আসতে হয়। সে একবারও টের পায়নি আমিই নাঈম।”
Published : 06 Feb 2025, 08:06 PM
ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা ‘জলে জ্বলে তারা’।
সিনেমার গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী এবং নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। দুই অভিনয়শিল্পীর পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। এটি অরুণ চৌধুরীর তৃতীয় সিনেমা।
‘জলে জ্বলে তারা’ সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম।
নাঈম জানিয়েছেন চিত্রনাট্য সাজানো হয়েচে সামাজিক ও পারিবারিক গল্পে।
“এখানে প্রেম আছে, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আছে, সুন্দর দুটি গান আছে। আশা করছি দর্শকের সিনেমাটি ভালো লাগবে।"
পোস্টার প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে এই অভিনেতা বলেন, "পোস্টার দেখে সবাই শুভকামনা জানাচ্ছেন, শেয়ার দিচ্ছেন। সিনেমা দেখার অপেক্ষার কথা জানাচ্ছেন। প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। বেশ ভালো লাগছে।"
সিনেমাটি সরকারি অনুদান পেয়েছিল ২০২০-২১ অর্থবছরে; এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় শুটিং হয়।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নাঈম বলেন, "শুটিংয়ে বেশ কিছু মজার অভিজ্ঞতা হয়েছে, আমার মেকআপ, গেটআপ দেখে কেউ টের পেত না, একদিন আমি নৌকায় বসে আছি, একজন এসে আমাকে বলছে ভাই নদীর ওপারে মনে হয় শুটিং চলছে। আমি জিজ্ঞেস করলাম নায়ক নায়িকা কে? উনি বললেন নাঈম, মিথিলা। আমি বললাম তাহলে তো একবার ওইদিকে ঘুরে দেখে আসতে হয়। সে একবারও টের পায়নি আমিই নাঈম।"
সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন জানতে চাইলে নাঈম বলেন, "প্রত্যাশার চেয়ে আমার কাছে পরিশ্রমটা জরুরি, আমি যেহেতু গুটি গুটি পায়ে এগোতে পছন্দ করি দেখি এই সিনেমায় দর্শক আমাকে কীভাবে গ্রহণ করে। তারপর ভালো কিছু কাজ উপহার দিয়ে প্রত্যাশা করতে চাই, এখনই প্রত্যাশা করার কিছু নেই।"
এই সিনেমায় তারা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
সিনেমায় তার ফার্স্ট লুকের পোস্টার ফেইসবুকে শেয়ার করে মিথিলা লিখেছেন, "তারার আলোয় ঝলমল করে এই সার্কাস।"
মিথিলার ভাষ্য, "গল্প একদমই অন্য রকম। চরিত্রটিও ভিন্ন।
তিনি বলেন, "এখানে আমি নদী পাড়ের মেয়ে, যার নাম তারা। তারার কিছুই নেই। নদীর পাড়ে সার্কাস দেখায়। এমন চরিত্রে দর্শক আমাকে আগে কখনো দেখেনি, সবার ভালো লাগবে সিনেমাটি।"
সিনমায় অন্যান্য চরিত্রে এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে।
এ সিনেমায় গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও ইমরান মাহমুদুল। সিনেমাটোগ্রাফিতে আছেন রায়হান খান।
আরও পড়ুন: