অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় আর নেই 

হিন্দি সিনেমা ‘অমানুষ’-এ অমরনাথকে সুযোগ করে দিয়েছিলেন উত্তমকুমার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 12:54 PM
Updated : 26 May 2023, 12:54 PM

সত্তরের দশকের ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় মারা গেছেন। প্রবীণ এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর।

আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অমরনাথ। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি তার ফুসফুসে ফাইব্রোসিসও ধরা পড়েছিল। বৃহস্পতিবার মুম্বাইয়ে তার মৃত্যু হয়।

কলকাতার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় শুক্রবার অমরনাথের মৃত্যুর খবর জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট দেন।

অমরনাথের ছেলে চন্দ্রদীপ মুখোপাধ্যায়ের বরাতে আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার শেষকৃত্য হবে প্রয়াত অভিনেতার।

চন্দ্রদীপ বলেন, “এখন তো আমাদের কলকাতায় কোনো বাড়িও নেই। আমি এবং আমার স্ত্রী দুজনেই চাকরিজীবী। তাই কলকাতায় গিয়ে আলাদা করে কোনো স্মরণসভা করা আমাদের পক্ষে সম্ভব নয়।”

আগে মুম্বাই ও কলকাতায় যাতায়াতের মধ্যে থাকতেন অমরনাথ। ২০০৫ সালে পাকাপাকিভাবে ছেলের কাছে মুম্বাইয়ে চলে যান।

জনপ্রিয় অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছেলে অমরনাথ ‘মেঘ কালো’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। সেই সিনেমা মুখ্য চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন।

এরপর একে একে ‘কুহেলি’, ‘ছিন্নপত্র’ ‘বসন্ত বিলাপ’, ‘মৌচাক’, ‘অগ্নিশ্বর’, ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘বিদ্রোহী’র মত জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন অমরনাথ।

বাংলার পাশাপাশি হিন্দি সিনেমা ‘অমানুষ’, ‘ডিস্কো ডান্সার’-এ দেখা গেছে প্রবীণ এ অভিনেতাকে।

‘বেদের মেয়ে জোসনা’র মত ওবাণিজ্যিক অমরনাথ সিনেমাতেও অভিনয় করেছেন অমরনাথ।

ছেলে চন্দ্রদীপ বলেন, হিন্দি সিনেমা ‘অমানুষ’-এ তার বাবাকে সুযোগ করে দেন উত্তমকুমার। ১৯৭৪ সালে তার পর বাবা মুম্বাই চলে যান। ১৯৮৫ সালে আবারও কলকাতায় ফিরে যান তারা।

“বাবাকে আমি বলেছিলাম, আর নয়। কারণ তার শরীর আর পেরে উঠছিল না। কিন্তু তারপরেও তিনি কলকাতায় গিয়ে অভিনয় করেছিলেন।”

শেষ জীবনে অমরনাথ নিজেকে কিছুটা আড়াল করে নিয়েছিলেন।

চন্দ্রদীপ বলেন, “এটাই তো নিয়ম। সময়ের সঙ্গে এক দিন সবাইকেই তার জায়গা ছেড়ে দিতে হয়। বাবাও সময় মতো নিজেকে সরিয়ে নিয়েছিলেন।”