ক্যান্সারে আক্রান্ত ভক্ত পেলেন শাহরুখ খানের ভিডিও কল

ওই ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতিও দিয়েছেন বলিউড তারকা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 01:05 PM
Updated : 25 May 2023, 01:05 PM

ক্যান্সারে আক্রান্ত এক নারীকে আচমকা ভিডিও কল দিয়ে তার শেষ ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি শাহরুখ পশ্চিমবঙ্গের খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তীর সঙ্গে ভিডিও কলে ৪০ মিনিট কথা বলেন।

বলিউড তারকা তার এই ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেন।

কিছুদিন আগে প্রিয়া চক্রবর্তী নামের এক টুইটার ব্যবহারকারী তার ক্যান্সার আক্রান্ত মা শিবানী চক্রবর্তী শেষ ইচ্ছা জানিয়ে টুইটারে একটি পোস্ট করলে তা ভাইরাল হয়। সেখানে প্রিয়া বলেছিলেন,সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করাই তার মায়ের শেষ ইচ্ছা।

সেই পোস্ট অভিনেতার চোখে পড়তেই আচমকা তিনি শিবানীকে ভিডিও কল দেন।

প্রিয়া চক্রবর্তী ইন্ডিয়া টুডেকে বলেছেন, “আমার মায়ের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন শাহরুখ। তিনি তার জন্য একটি দোয়াও পড়েন। তিনি মাকে আমার বিয়েতে আসবার প্রতিশ্রুতি দেন এবং তার হাতের রান্না করা কাঁটা ছাড়া মাছের ঝোল খাওয়ার ইচ্ছার কথা জানান।”