সিনেমা মুক্তির ২৭ বছর পর এই চরিত্রের অভিনেত্রী কেট উইন্সলেট বলেছেন, সেটি দরজা ছিল না।
Published : 29 Oct 2024, 03:42 PM
টাইটানিক সিনেমায় জাহাজ যখন ডুবতে শুরু করে, নায়িকা রোজ প্রাণ বাঁচাতে কাঠের বড় একটি অংশের ওপরে উঠে ভেসেছিলেন, এতদিন ধরে নেওয়া হয়েছিল কাঠের ওই অংশটি ছিল ভাঙা একটি দরজা।
সিনেমা মুক্তির ২৭ বছর পর এই চরিত্রের অভিনেত্রী কেট উইন্সলেট বলেছেন, সেটি দরজা ছিল না।
তার আঁকড়ে ধরা বস্তুটি ছিল জাহাজের একটি অংশ। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ‘পিপল’ লিখেছে, অস্ট্রেলিয়ান টক শো ‘দ্য প্রজেক্ট’ এই তথ্য জানিয়েছেন উইন্সলেট।
সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ ১১ বিভাগে অস্কার জিতে নেওয়া টাইটানিক সিনেমার ওই দৃশ্যেটি ছিল এমন, বরফখণ্ডের সঙ্গে ধাক্কায় আটলান্টিক মহাসাগরে ডুবতে বসা টাইটানিকের যাত্রীরা তলিয়ে যাচ্ছে বরফজলে। সিনেমার প্রেমিক-প্রেমিকা জ্যাক এবং রোজ বেঁচে থাকার লড়াই করছেন। এরমধ্যে তাদের সামনে ভেসে আসে একটি কাঠের দরজা।
ওই দরজায় প্রথম ওঠেন রোজ, জ্যাককে টেনে তোলার চেষ্টা করলে সেটি ডুবে যেতে থাকে।
উইন্সলেট বলেন, “কাঠটি জাহাজেরই ছিল, সিড়ি বা অন্য কিছুর ভাঙা অংশ। আমি জানি না তাতে লিওনার্দো ডি’ক্যাপ্রিওর জায়গা হত কী না। তবে এটা নিয়ে আমি নতুন আর কী বলব, যেখানে এত আলোচনা হয়ে গেছে।“
বছরের পর বছর ধরে ওই দৃশ্যের কাঠের দরজা নিয়ে বিতর্ক চলছে। দর্শকরা বলেছেন, ওই দরজার ওপরে জ্যাককে পরিচালক ওঠালেই নায়ক বেঁচে যেতেন।
বহু অনুষ্ঠানে সিনেমার পরিচালক জেমস ক্যামেরনকে জ্যাকের মৃত্যু নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
ক্যামেরনের ভাষ্য, জ্যাকের মৃত্যু দৃশ্য লেখা নিয়ে তিনি কোনো অনুতাপে ভোগেন না। কারণ প্রেমে ত্যাগ জরুরি। ‘ত্যাগেই ভালোবাসা পরিণত হয়’ বলে মন্তব্য করেছেন এই পরিচালক।