পূজা চেরি বলেন, “রিমার্ক-হারল্যানের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
Published : 07 Jun 2024, 10:01 PM
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রসাধনী পণ্যের কোম্পানি রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হয়েছেন অভিনেত্রী পূজা চেরি।
এক বিজ্ঞপ্তিতে হারল্যান জানিয়েছে, সম্প্রতি ঢাকার গুলশানে রিমার্ক-হারল্যানের করপোরেট অফিসে এই চুক্তি সই হয়।
সে সময় পূজা জানিয়েছেন, শিগগিরই হারল্যানের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে ও অন্যান্য প্রচারে তাকে দেখা যাবে।
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও অভিনেতা মামনুন হাসান ইমন বলেন, “আমরা সব সময়ই চেয়েছি রিমার্ক-হারল্যান ফ্যামিলিতে পূজা চেরির মত একজন গুণী অভিনেত্রী আমাদের সাথে যোগদান করুক। তাই পূজা চেরিকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।
“আমি বিশ্বাস করি, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে বিশ্বের অন্যতম সেরা একটি কালার কসমেটিকস ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরবে হারল্যান। এ লক্ষ্য পূরণে হারল্যানের প্রচার ও প্রসারে পূজা চেরি উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।”
পূজা বলেন, “রিমার্ক-হারল্যানের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আশা করছি হারল্যানের সাথে আমার এই যাত্রা অনেক শুভ ও সুন্দর হবে।"
এর আগে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পরীমণি, অপু বিশ্বাস, তানজিন তিশা, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, কেয়া পায়েল, সাবিলা নূর রিমার্কের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।