অভিনেত্রী শিল্পা শেঠি প্রসঙ্গে নেটিজেনদের একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন কোরিয়োগ্রাফার ফারহা খান।
Published : 27 Aug 2024, 12:12 PM
বিমানে পাশপাশি আসনে বসেছিলেন বলিউডের কোরিওগ্রাফার, পরিচালক ফারাহ খান এবং অভিনেত্রী শিল্পা শেঠি। হঠাৎ করে আসন পরিবর্তন করলেন ফারাহ।
কিন্তু কেন?
পিংকভিলা বলছে, ফারাহ বিমানে চড়ার পর বিমানসেবিকাকে একের পর এক খাবার অর্ডার করছিলেন। আর পাশে বসে থাকা শিল্পা বিরক্ত হয়ে তাকে বাধা দিচ্ছিলেন।
শেষমেশ আর থাকতে না পেরে ফারাহ বিমানসেবিকাকে বলে বসেন, “আমি আমার আসন পরিবর্তন করছি।”
এই কথা বলেই আসন থেকে এই পরিচালক উঠে যান এবং শিল্পা হাসিতে ফেটে পড়েন।
মজার এই ঘটনা জানা গেছে ইনস্টাগ্রামে ফারাহর পোস্ট করা একটি ভিডিও থেকে।
যে ভিডিওতে ফারাহ সতর্কবার্তা হল, "শিল্পা শেঠির সঙ্গে কখনও বিমানে চড়বেন না।"
এই পোস্টে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির দুই পরিচিত মুখের অনুরাগীদের মন্তব্যের জোয়ার দেখা গেছে। তবে আলাদা করে নজর কেড়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার মন্তব্যটি।
তিনি লিখেছেন, "ফারাহ, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তোমার জন্য জল ছিল সবচেয়ে স্বাস্থ্যকর।"
২০১৪ সালে ফারাহ খান প্রথম আসেন পরিচালনায়। প্রথম সিনেমা ‘ম্যায় হু না’তে শাহরুখ খানকে নিয়ে আসেন তিনি। এরপর তিনি তৈরি করেন ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’, ও ‘হ্যাপি নিউ ইয়ার’ এর মত ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা। সর্বশেষ শাহরুখের ‘জওয়ান’ সিনেমায় ‘চ্যালে’ গানের কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান।
ফারহাকে দর্শক সম্প্রতি ডান্স রিয়্যালিটি শো 'ঝলক দিখলা জা ১১' এর বিচারকের আসনে দেখেছেন। অন্য দিকে শিল্পাকে ধ্রুব সারজা পরিচালিত ‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমায় দর্শক দেখতে পাবেন। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর দক্ষিণী সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।