নূপুর শিখরের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমিরকন্যা ইরা।
Published : 23 Sep 2022, 07:51 PM
বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান বাগদান সারলেন প্রেমিক নূপুর শিখরের সঙ্গে।
২৪ বছর বয়সী ইরা বলিউড সেলিব্রেটি না হলেও প্রেমই তাকে আলোচনায় এনেছে। নূপুর যে তার বাবার ফিটনেস ট্রেইনার!
আনন্দ বাজার পত্রিকা লিখেছে, ইরা নিজেও নূপুরের কাছে ট্রেইনিং নিয়েছেন। দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ইরা।
দুই বছরের বেশি সময় নূপুরের সঙ্গে আমির কন্যার প্রেম। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সাইক্লিং ইভেন্টের ভিডিও শেয়ার করেন ইরা।
সেখানে তাকে একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাইক্লিংয়ের ড্রেসেই নূপুর এগিয়ে এসে হাঁটু গেড়ে তার সামনে বসেন। একটি আংটি বের করে ইরাকে জিজ্ঞাসা করেন, “তুমি কি আমাকে বিয়ে করবে?”
সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলেন ইরা। পরে দুজনের আলিঙ্গন হয়।
ওই ভিডিও দেখার পর সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা একবার যৌন হেনস্থার তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে আলোচনায় এসেছিলেন। মানসিক স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন আলোচনায় তাকে অংশ নিতে দেখা যায়।
আমিরের সঙ্গে রীনার বিচ্ছেদ হয় ২০০২ সালে। জুনায়েদ নামে তাদের একটি ছেলেও রয়েছে।