সম্প্রতি আমির খানের ফটোশুট করেছেন অবিনাশ গোয়ারিকার। সেই ফটো সিরিজ থেকেই শনিবার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ফটোগ্রাফার।
Published : 01 Jan 2024, 04:14 PM
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বেশে ধরা দিলেন বলিউড অভিনেতা আমির খান। সত্যজিতের আদলে তোলা আমিরের ছবি দেখে গুঞ্জন উঠেছে, নির্মাতার বায়োপিকে শিগগিরি দেখা মিলতে পারে আমিরের।
ইনডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি আমির খান সত্যজিতের ‘লুকে’ ফটোশুট করেছেন। সেই ফটো সিরিজ থেকেই শনিবার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার।
ক্যাপশনে অবিনাশ লেছেন, “প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং। একটা দারুণ কিছু আসতে চলেছে।”
ছবি দেখে আমিরের এক অনুরাগী সোশাল মিডিয়ায় প্রশ্ন ছুঁড়েছেন– “আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?”
আরেকজন লিখেছেন, “দারুণ, ঘটনা সত্যি হলে দারুণ হবে।”
তবে আমির খান সত্যজিতের বায়োপিকে সত্যিই আসছেন কি না, সে বিষয়ে অভিনেতার কোনো ভাষ্য আসেনি।
এদিকে খবর এসেছে, গানের তালিম নিচ্ছেন আমির। তবে যেনতেন গানবাজনা নয়, শাস্ত্রীয় সংগীত শিখছেন আমির।
বরাবরই নতুন কিছু শেখার দিকে আমিরের ঝোঁক। এর আগে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা মারাঠি শিখেছিলেন কেবল এই ভাষাভাষির পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার জন্য।
সর্বশেষ ২০২২ সালের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ তে অভিনয় করেছেন আমির। যদিও সিনেমাটি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি।
এরপর কিছুদিন বিরতিতে ছিলেন আমির। কাজে ফিরে সিনেমা প্রযোজনার ঘোষণা দিলেও এ নায়কের নতুন কোনো সিনেমার ঘোষণা এখনো আসেনি।