জাতীয় নাট্যশালার মঞ্চে আসছে 'হাত বাড়িয়ে দাও'

‘হাত বাড়িয়ে দাও' একজন অবিবাহিত নারীর গল্প, যিনি নতুন শিশুর আগমনী বার্তা শুনেছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 07:15 AM
Updated : 27 Nov 2022, 07:15 AM

ইতালীয় সাংবাদিক ও সাহিত্যিক ওরিয়ানা ফালাচির সাহিত্য 'লেটার টু আ চাইল্ড নেভার বর্ন' অবলম্বনে নির্মিত নাটক 'হাত বাড়িয়ে দাও' পরিবেশিত হবে ঢাকার মঞ্চে। 

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এক ঘণ্টার এ নাটকের ষষ্ঠ মঞ্চায়ন হবে। নাটকটি প্রযোজনা করছে ‘অপেরা নাটকের দল'

আনু মুহাম্মদের অনুবাদ থেকে 'হাত বাড়িয়ে দাও' এর নাট্যরূপ দিয়েছেন নাহিদ স্মৃতি। আর নির্দেশনা দিচ্ছেন সাজ্জাদ সাব্বির। 

অপেরার সাংগঠনিক সম্পাদক নাহিদ স্মৃতি বলেন, “হাত বাড়িয়ে দাও একজন অবিবাহিত নারীর গল্প, যিনি নতুন শিশুর আগমনী বার্তা শুনেছেন। সচেতন ব্যক্তি হিসেবে তিনি নিজের দায়িত্ব নিয়ে দ্বিধান্বিত। সভ্যতার এই পর্যায়ে এসেও হাজারো অসঙ্গতি ও নিপীড়নের মধ্যে মানুষের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। 

“অনেক সময়ই এসবের বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কিংবা মনুষ্যসৃষ্ট কু-প্রথার বিরুদ্ধে সংগ্রামে মানুষ বিজয়ী হয় না। তাকে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়। ক্ষুধা দারিদ্র, অপমান, বঞ্চনা আর কপটতাপূর্ণ এ পৃথিবীতে আরেকজন নতুন মানুষের জন্ম দেওয়া কতটা যুক্তিসঙ্গত।“ 

এমনই দ্বিধাগ্রস্থ এক মায়ের অনাগত সন্তানের সাথে কথোপকথনের মধ্য দিয়ে 'হাত বাড়িয়ে দাও' নাটকের গল্প এগিয়ে যায়। 

স্মৃতি জানান, নাটকের টিকেটের দাম ধরা হয়েছে ১০০, ২০০ এবং ৩০০ টাকা। অগাম টিকেট বুকিং করতে চাইলে ০১৭৫৯১১০৯৮৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি। 

এছাড়া শিল্পকলা একাডেমির মূল ফটকের হল কাউন্টারে প্রদর্শনীর দিন বিকাল ৫টা থেকে টিকিট পাওয়া যাবে।