আর এ মধ্যে দিয়ে এক মাসেরও বেশি সময় পর রাজধানীতে কোনো মঞ্চনাটকের প্রদর্শনী হতে যাচ্ছে।
Published : 25 Aug 2024, 10:38 AM
বৈষম্যবিরোধী এবং সরকার পতনের আন্দোলন ঘিরে স্থবির হয়ে পড়া মঞ্চ নাটকে আলো ফিরেছে।
বিরতি কাটিয়ে শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এথিক নাট্যদলের ‘হাঁড়ি ফাটিবে’ দিয়ে ঢাকার মঞ্চে ফিরেছে নাটক।
মিন্টু সরদার নির্দেশিত এই নাটকের প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে বন্যার্তদের মাঝে।
এছাড়া আগামী ৩০ অগাস্ট সন্ধ্যায় এই মঞ্চেই নাট্য সংগঠন বটতলা মঞ্চস্থ করবে শিশুদের অভিনীত নাটক 'বন্যথেরিয়াম'। ওই নাটকের প্রদর্শনীর টাকাও বন্যা দুর্গতের জন্য অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বটতলা।
এর আগে গত ১৭ জুলাই মহিলা সমিতির মঞ্চে সবশেষ নাটকের প্রদর্শনী করেছিল প্রাঙ্গণেমোর। সেদিন উৎপল দত্তের 'টিনের তলোয়ার' নাটকটি দেখান হয়েছিল।
এক মাস পর মঞ্চের পর্দা উঠল উৎপল দত্তের লেখা নাটক ‘হাঁড়ি ফাটিবে’ দিয়ে।
২০১০ সালে উৎপল দত্তের লেখা ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি দিয়ে মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল এথিক। ওই সময়ও এই নাটকের নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
এদিকে বটতলার শিল্পী মোহাম্মদ আলী হায়দার গ্লিটজকে বলেন, "বন্যথেরিয়াম নাটকটির প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ আমরা বানভাসি মানুষের সহায়তায় দেব।
“এছাড়া ওইদিন বিকেল ৪টা থেকে শিশুরা আমাদের প্রদর্শনীস্থলে এসে ছবি আঁকবে। এই পর্বটির নাম দিয়েছি 'ড্র উইথ কার্টুন পিপল'। এতে শিশুদের সঙ্গে থাকবেন কার্টুনিস্টরাও।"
মহিলা সমিতি জানিয়েছে, আগামী ২৮ ও ২৯ অগাস্ট দেশ নাট্যদল তাদের মিলনায়তন বরাদ্দ নিয়েছে এবং ৩১ অগাস্ট প্রাচ্যনাট স্কুল মিলনায়তন বরাদ্দ নিয়েছে।