কনসার্টের প্রবেশমূল্য ২৫০ টাকা।
Published : 27 Aug 2024, 04:31 PM
দেশের ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।
বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ অনুষ্ঠিত হবে।
কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবে ব্যান্ডদল শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চান্দের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, এ কে রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব এবং শেফার্ডস।
কনসার্টের প্রবেশমূল্য ২৫০ টাকা।
এরই এক হাজারের বেশি টিকেট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির।
ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এই আয়োজন করেছি। শিরোনামহীনসহ মোট ১১টি ব্যান্ডদলের সাথে কথা হয়েছে। তারা প্রত্যেকেই খুবই আন্তরিক। আমরা আশাবাদী আগামীকাল খুব সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন করতে পারব।”
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি বলেন, “বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বল্প সময়ের মধ্যেই আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি। দর্শকদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে।”
কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, “অনেকেই নির্ধারিত মূল্যের চেয়েও বেশি মূল্যে টিকেট কিনছেন। আবার অনেকেই অনুদান হিসেবে টাকা দিচ্ছেন।”
কনসার্ট আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তায় রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি থেকে মোট ৪০ জন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। আর কোতোয়ালি থানা থেকেও নিরাপত্তার আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইন কাউন্সিলের সভাপতি রাকিব আকন্দ বলেন, “ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে আমাদের কাছে স্বেচ্ছাসেবক চেয়েছে। আমরা ২০ জন স্বেচ্ছাসেবক দেওয়ার কথা জানিয়েছি। যথাসময়ে তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।”