এবার অভিনেত্রী কীর্তি সুরেশের প্রেমে চৈতন্য হাবুডুবু খাচ্ছেন বলে খবর উড়েছে।
Published : 23 Jun 2023, 01:08 PM
ভারতের দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর থেকে অভিনেতা নাগা চৈতন্যকে ঘিরে তার কাজের খবরের বদলে বেশি শোনা যায় প্রেমের ‘গুঞ্জন’।
পিংকভিলা বলছে, এবার অভিনেত্রী কীর্তি সুরেশের প্রেমে চৈতন্য ‘হাবুডুবু’ খাচ্ছেন বলে খবর উড়েছে। এই খবরের কারণ, পরিচালক চান্দু মন্ডেতির আগামী সিনেমায় এ দুই অভিনয় শিল্পী দ্বিতীয়বারের মত জুটি বাঁধতে চলছেন।
কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রোস্তোরাঁয় চৈতন্য এবং সুরেশকে একসঙ্গে দেখেছেন আলোকচিত্রীরা।
চৈতন্যর সর্বশেষ সিনেমা ‘কাস্টডি’, ভেঙ্কট প্রভুর ওই সিনেমার দক্ষিণী তারকা ক্রিথি শেঠি ও অরবিন্দ স্বামী অভিনয় করেন। সিনেমাটি দক্ষিণে ‘হিট’ হয়েছিল, যা আগামীতে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।
আর কীর্তি সুরেশে ‘মামান্নান’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ জুন। মারি সেলভারাজ পরিচালিত ওই সিনেমায় সুরেশের নায়ক হয়েছে ফাহাদ ফাসিল।
এর আগে গত বছর তামিল সিনেমার নায়ক চৈতন্যর সঙ্গে বলিউডের নবীন নায়িকা সবিতা ধুলিপালার একটি ছবি ভাইরাল হয়।
দক্ষিণের তারকা সামন্থার সঙ্গে নাগার্জুনপুত্র চৈতন্যের বিয়ে বিচ্ছেদের সময় থেকে তেলেগু অভিনেত্রী সবিতা ধুলিপালার নাম সামনে আসে। যদিও এ বিষয়ে চৈতন্য কিংবা সবিতা কেউ মুখ খোলেননি।
এক সাক্ষাত্কারে এনিয়ে প্রশ্ন করা হলে চৈতন্য বলেছিলেন, “আমি শুধু হাসব, বলার কিছু নেই।”
২০১০ সালে তেলেগু সিনেমা ‘ইয়ে মায়ে চেসাভ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হন দক্ষিণ ভারতের মেগাস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যে ও সামাস্থা। সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। এরপর ২০১৭ সালে বিয়ে করেন সামান্থা ও চৈতন্য।
চতুর্থ বিবাহবার্ষিকীর কিছুদিন আগেই ২০২১ সালে একে অপরের থেকে আলাদা হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দুজনে।
আরও পড়ুন