সিনে বিশ্লেষকদের মতে, শাহরুখ এই সিনেমা দিয়ে বলিউডের ইতিহাসে এক নতুন সাফল্য গাঁথা লিখতে চলেছেন।
Published : 11 Feb 2024, 09:58 AM
আট মাসের ব্যবধানে মুক্তি পাওয়া সিনেমা ‘জওয়ান’ দিয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন বলিউডি তারকা শাহরুখ খান। উদ্বোধনী দিনে দেশের বক্স অফিসে সিনেমাটি আয় করেছে প্রায় ৭৫ কোটি রুপি।
জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’ মুক্তির দিন ভারতে আয় করেছিল ৫৫ কোটি রুপি। ওই রেকর্ড ভেঙে ২০ কোটি রুপি বেশি আয় করেছে দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমা ‘জওয়ান’।
সংবাদমাধম্যের ভাষ্য, ভারত এখন ‘জওয়ান জ্বরে কাবু’। সিনে বিশ্লেষকদের মতে, শাহরুখ এই সিনেমা দিয়ে বলিউডের ইতিহাসে এক নতুন সাফল্য গাঁথা লিখতে চলেছেন।
‘জওয়ান’ দর্শকদের ভেতরে প্রত্যাশা তৈরি করে প্রথম ট্রেইলার দিয়েই। সেখানে শাহরুখের দুটি লুক দারুণ সাড়া ফেলেছিল।
হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এ সিনেমার শাহরুখ ছাড়াও আছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি। আরও আছেন প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভারসহ আরও অনেকে।
শাহরুখকে এই সিনেমায় বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। বিশেষ চরিত্রে কাজ করেছেন দীপিকা পাডুকোন।
হিন্দি ফিল্মের বাজার ‘দুর্দান্ত’ মন্তব্য করে বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ বলেন, “অনেকে মনে করেছিলেন যে হিন্দি সিনেমার দিন শেষ, কেউ আর সিনেমা দেখতে চাইছেন না। এখন বলাই যায় গত কয়েক মাসে পরিস্থিতি বদলে গেছে।“
‘জওয়ান’ বলিউডকে ‘বহুদূর’ নিয়ে যাবে বলে মনে করেন বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ।
শাহরুখের ডুবন্ত ক্যারিয়ারকে ভাসিয়ে তোলা সিনেমা ‘পাঠান’ হাজার কোটি রুপি আয় করলেও ওই সিনেমা দক্ষিণে অতটা সাড়া ফেলেনি। এদিক থেকেও ‘জওয়ান’ ভিন্ন। কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা আছে। সংবাদসূত্র পিংকভিলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)