‘গোত্র’ সিনেমার হিন্দি সংস্করণ তৈরিতে এই পরিচালককে মুম্বাইয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন জয়া ব্চ্চন।
Published : 21 May 2024, 12:19 PM
পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের নির্মাণ মুন্সিয়ানা কেবল কলকাতা-বাংলাদেশের দর্শকদের দৃষ্টি কাড়ে তা নয়, তাদের কাজ নিয়ে আগ্রহী বলিউডের নামজাদা অভিনয় শিল্পীরাও। আর এই তালিকায় আছে খোদ বচ্চন পরিবার।
আনন্দবাজারকে শিবপ্রসাদ শুনিয়েছেন এক দারুণ অভিজ্ঞতার কথা।
‘গোত্র’ সিনেমার হিন্দি সংস্করণ তৈরি নিয়ে আলাপ আলোচনা করতে এই পরিচালককে মুম্বাইয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়া ব্চ্চন। যখন বচ্চনদের অফিসে বসে সিনেমা নিয়ে জয়ার সঙ্গে শিবপ্রসাদের কথাবার্তা চলছিল, তখন সেখানে আসেন অমিতাভ।
শিবপ্রসাদ বলেন, “অমিতাভজির সঙ্গে দেখা হবে ভাবিনি। তিনি হঠাৎ করে অফিসে এসে ঢুকলেন। আমাকে আলাপ করিয়ে দেওয়ার পর তিনি নিজে থেকে হাত মিলিয়ে বললেন ‘আমি অমিতাভ বচ্চন’। কিন্তু চমক এখানেই শেষ নয়। বললেন, ‘আমার জন্য কোনো চরিত্র থাকলে জানাবেন’।”
হিন্দি সিনেমার এই মহাতারকার কথায় একেবারে বাকরুদ্ধ হওয়ার দশা হয়েছিল শিবপ্রসাদের।
তিনি বলেন, “সম্বিৎ ফিরে পাওয়ার পরে আমি বলি, হ্যাঁ স্যার নিশ্চয়।”
সেবারই অমিতাভের সঙ্গে শিবপ্রসাদের প্রথম দেখা এবং কথা হলেও যোগাযোগ আগেও একবার ঘটেছিল, একটু অন্যভাবে।
“আমাদের ‘বেলাশেষে’ সিনেমটি দেখে টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। যা আমার কাছে আমার কাছে অত্যন্ত গর্বের, স্বপ্নের মত,” বলেন শিবপ্রসাদ।
অমিতাভকে নিয়ে কিছু ভাবছেন কি না– সেই প্রশ্নে শিবপ্রসাদ বলেন, “যে কোনো সময় অমিতাভজির সঙ্গে কাজের যোগসূত্র তৈরি হতে পারে। দেখি কবে বাস্তবায়িত করতে পারি। চিত্রনাট্য তো উপরওয়ালা লেখেন।”
শিবপ্রসাদ জানালেন, ‘গোত্র’ সিনেমায় অনুসূয়া মজুমদার অভিনীত ‘মুক্তিদেবী’র চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন জয়া বচ্চন।
“গোত্র সিনেমার হিন্দি সংস্করণ নিয়ে কথাবার্তা এগিয়েছে, চূড়ান্ত হয়নি। চিত্রনাট্যে কিছুটা বদল আসছে।”
শিবপ্রসাদ-নন্দিতার আগামী সিনেমা থ্রিলার ঘরানার। ‘বহুরূপী’ নামের এ সিনেমা আসবে দুর্গাপূজায়। দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
তাদের এবারে সিনেমাতেও নায়ক আবীর চট্টোপাধ্যায়। তবে নায়িকা হয়েছেন ঋতাভরী চক্রবর্তী, আরও আছেন কৌশানী মুখোপাধ্যায় এবং পরিচালক শিবপ্রসাদ নিজে।
এছাড়া রাখী গুলজারকে মুখ্য চরিত্রে রেখে এই পরিচালক জুটির ‘আমার বস’ সিনেমাও আগামীতে মুক্তি পেতে চলেছে।