১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। তাদের দুই ছেলেমেয়ে— নিসা ও যুগ।
Published : 06 Jul 2023, 02:00 PM
অভিনয় গুণে প্রায় তিন দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে পার করেছেন ভারতীয় অভিনেত্রী কাজল। জমিয়ে কাজ করে চলেছেন একটি পর হিট সিনেমায়। অথচ তার কোনো কাজই নাকি দেখতে পছন্দও করে না সন্তানেরা। সম্প্রতি আক্ষেপের সুরেই সে কথা জানালেন অভিনেত্রী।
১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। তাদের দুই ছেলেমেয়ে- নিসা ও যুগ।
সম্প্রতি নিউজ১৮-কে সাক্ষাৎকারে কাজল বলেছেন, “আমার বাচ্চারা আমার কাজ দেখে না। আমি তাদের দেখানো চেষ্টা করি। কিন্তু তারা খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে, তারা তা চায়না।”
অভিনেত্রী জানান, একবার তার এক খালাও তাকে বলেছিলেন, তিনি ভালো অভিনয় করেন বলেই তার অভিনয় দেখেন না তিনি।
“আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, আমি বাজে অভিনয় করলে পর্দায় আমার কান্না সহ্য করতে পারতেন তিনি। যেহেতু আমি ভালো অভিনয় করি, আমার কান্না তিনি কিছুতেই সহ্য করতে পারেন না। এটা যদিও প্রশংসা, কিন্তু আমার কাছে চড়ের মতো লেগেছিল।”
কাজল আরও জানান, ‘‘আমার দুই ছেলেমেয়ে মনে করে, আমি নাকি অসম্ভব ভাল কাঁদতে পারি, যা ওরা পর্দায় দেখলে সহ্য করতে পারে না। এভাবে দেখতে ওদের কষ্ট হয়। আমার ছেলে যুগ অবশ্য বাবার ‘গোলমাল’-এর মতো সিনেমা করার পরামর্শ দেয় আমায়।’’
১৪ জুলাই মুক্তি পেতে চলা এই সিরিজটি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’ এর হিন্দি রিমেক, যেখানে কাজলের সঙ্গে শিবা চড্ডা, যিশু সেনগুপ্ত, গৌরব পাণ্ডেসহ আরও অনেকে অভিনয় করেছেন।
আরও পড়ুন:
‘কঠিন সময়ে’ সোশাল মিডিয়া থেকে বিরতি নিলেন কাজল
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রিমেক চান না কাজল
ফর্সা হলেন কী করে, যে জবাব দিলেন কাজল