শত শিশুকে সঙ্গে নিয়ে গাইবেন রুনা লায়লা

“যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।”

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2024, 09:54 AM
Updated : 25 March 2024, 09:54 AM

শিশু একাডেমির আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের গান গাইবেন প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা। আর এ আয়োজনে তার সঙ্গে কণ্ঠ মেলাবে একশ শিশু।

শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গল ও বুধবার দুই দিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।

গ্লিটজকে তিনি বলেন, “আয়োজনের দ্বিতীয় দিন বুধবার সকালে ১০০ জন শিশুকে সঙ্গে নিয়ে রুনা আপা গানটি শোনাবেন।“

ওই গানের কথা লিখেছেন মহাপরিচালক আনজীর লিটন; আর সুর ও সংগীত আয়োজন করেছেন আশরাফ বাবু।

শিশু একাডেমির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। 

গত শনিবার ঢাকার বনশ্রীতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ ‘বাংলাদেশ’ শিরোনামে গানটি রেকর্ডিং করা হয়।

কিছুদিন আগে প্রায় এক যুগ পরে রুনা লায়লা বাংলাদেশ বেতারের জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। গানটি লিখেছেন সুমন সরদার, সুর করেছেন সাদেক আলী।