কখন রেগে যান রণবীর?

“অসৎ লোকেরা আমাকে রাগিয়ে তোলে।”

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2022, 03:25 PM
Updated : 21 Dec 2022, 03:25 PM

বলিউড তারকা রণবীর সিংকে আমুদে মানুষ হিসেবেই সবাই জানে, তবে তিনিও রাগেন। কিন্তু কখন?

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের রাগের পাত্র খুঁজে পাওয়া গেল। তিনি বললেন, “অসৎ লোকেরা আমাকে রাগিয়ে তোলে।”

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা অপ্রকাশ্য অনেক কিছুই বেরিয়ে আসে। তার নতুন সিনেমা ‘সার্কাস’ নিয়ে আলাপের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, কখন রেগে যান তিনি?

রণবীর উত্তর দেওয়ার আগেই পরিচালক রোহিত শেঠি প্রশ্নটি কেড়ে নেন। তিনি বলেন, একজন ‘পারফেকশনিস্ট’ হওয়ারে কারণে সহজেই রেগে যান রণবীর। সেটের অন্যারা রণবীরের মতো নিবেদিত ও নিখুঁত হতে পারে না বলে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। সহ অভিনেতাদের সাথে ছন্দ মেলাতে না পারলে সমস্যা বোধ করেন তিনি। বিষয়টি সময়ে সময়ে তাকে বিরক্ত করে, রাগিয়ে তোলে।

কর্মক্ষেত্রে খুঁতখুঁতে হলেও ক্যামেরার বাইরে রণবীর ‘পুরোপুরি ঠাণ্ডা প্রকৃতির মানুষ’ বলে মন্তব্য করেন রোহিত।

শিগগিরই রোহিত শেঠির কমেডি ঘরানার সিনেমা ‘সার্কাস’ এ দেখা যাবে রণবীরকে।

সেটে রেগে যাওয়ার মতো ঘটনা কখনও ঘটনা ঘটেছে কি না- প্রশ্নে রণবীর বলেন, “সেটে রেগে যাওয়াটা পছন্দ নয় আমার। অভিনেতাদের পাশাপশি সেটে আরও অনেকেই আছেন। কাজের সুবাদে এক-দুইশত মানুষের মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে যায়। সেটিকে বিষিয়ে তোলা কোনোভাবেই ঠিক নয়।”

এই প্রশ্নের রেশ ধরেই রণবীর বলেন, কাউকে অসৎ হতে দেখলে রেগে যান তিনি।

সিই সঙ্গে তিনি বলেন, “রাগ একটি অস্বাস্থ্যকর বিষয়। আমার দৃঢ় বিশ্বাস, যা আপনি করবেন তা বহুগুণ হয়ে ফিরে আসবে আপনার কাছে।”