“হ্যাঁ সিগারেট, চুরুট একটু ঝামেলা করেছে আমার এই শরীরটায়। যার মূল্য চুকাতে হচ্ছে।”
Published : 17 Jan 2025, 12:05 PM
কাজকে তিনি কখনো ‘ছুটি দেবেন না’ বলে আসলেও, এই পৃথিবীর সমস্ত কাজ থেকে বিদায় নিয়ে অনন্তযাত্রায় পাড়ি দিয়েছেন হলিউডের নির্মাতা ডেভিড লিঞ্চ।
‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকসের’ মত সাড়া তোলা সিনেমার পরিচালকের মৃত্যুর খবর জানিয়ে বিবিসি লিখেছে, তার বয়স হয়েছিল ৭৮ বছর।
লিঞ্চের মৃত্যুর খবর তার অফিসিয়াল ফেইসবুক পেইজেও জানিয়েছে তার পরিবার।
ওই পোস্টে বলা হয়েছে, “পৃথিবীতে বড় একটি শূন্যতা তৈরি করে ডেভিড লিঞ্চ আমাদের ছেড়ে চলে গেছেন।”
গেল বছরের অগাস্টে লিঞ্চ নিজেই বলেছিলেন, টিকে থাকার জন্য ফুসফুসের দীর্ঘ মেয়াদি রোগের সঙ্গে তাকে লড়াই করে চলতে হচ্ছে। আর ফুসফুসরে রোগটি তিনি বাঁধিয়েছিলেন দীর্ঘ দিন ধরে ধূমপান করার কারণে।
রোগব্যাধিসঙ্গে বসবাস শুরু হলেও গেল বছরেও ভ্যারাইটিতে দেওয়া সাক্ষাৎকারে লিঞ্চ বলেছিলেন, “চমৎকার আছি, দারুণ চলছে। হ্যাঁ সিগারেট, চুরুট একটু ঝামেলা করেছে আমার এই শরীরটায়। যার মূল্য চুকাতে হচ্ছে। তবুও আমি কাজ থেকে অবসর নেব না।”
ওই সাক্ষাৎকার দেওয়ার পর থেকে লিঞ্চের শরীর খারাপ হতে থাকে। নভেম্বরে পিপল ম্যাগাজিনকে লিঞ্চ বলেছিলেন, তার হাঁটাচলায় ‘কষ্ট হচ্ছে’।
“প্রচুর অক্সিজেন দরকার”, বলেন লিঞ্চ।
মন্টানার মিসুলায় জন্মেছিলেন লিঞ্চ। ষাটের দশকে শর্ট ফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা।
লিঞ্চ পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’, যা মুক্তি পায় ১৯৭৭ সালে।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এই পরিচালকের অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ ইত্যাদি।
দীর্ঘ ক্যারিয়ারে লিঞ্চ তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তার শেষ বড় প্রজেক্ট ছিল ‘টুইন পিকস: দ্য রিটার্ন’, যা প্রচার হয়েছিল ২০১৭ সালে।
১৯৯০ সালে ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম ডি’অর জিতেছিলেন লিঞ্চ।
তার মৃত্যুর খবরে শোক নেমেছে যুক্তরাষ্ট্রের বিনোদন জগতে।
পরিচালক স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, “পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে হারাল, তাকে মিস করব আমরা।”
পরিচালক রন হাওয়ার্ড সোশাল মিডিয়ায় শোক জানিয়ে বলেছেন, “একজন করুণাময় ও নির্ভীক শিল্পী ছিলেন তিনি। প্রমাণ করে দেখিয়েছেন যে একটি সাধারণ গল্পের চলচ্চিত্র অসাধারণ হতে পারে পরীক্ষা-নিরীক্ষার কারণে।”
লিঞ্চকে ‘হৃদয়ের কাছের মানুষ’ বর্ণনা করে শোক প্রকাশ করেছেন মিউজিসিয়ান মোবি।