“যারা অহিংসভাবে আন্দোলন করছেন, মিছিলে হাঁটছেন, আমি তাদের পক্ষে।”
Published : 03 Sep 2024, 04:57 PM
কলকাতার আর জি কর হাসপাতাল কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চলা বিক্ষোভ-আন্দোলন যেন সহিংস হয়ে না ওঠে, সেই আর্জি রেখেছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং।
আবার কেবল মিছিলে হাঁটার মধ্যেই যেন এ আন্দোলন স্তিমিত হয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এই গায়ক।
আনন্দবাজারকে অরিজিৎ বলেন, “প্রত্যেকের প্রচুর দাবি, অনেক যন্ত্রণা। একটি অঘটনকে কেন্দ্র করে সব আজ প্রকাশ্যে। সেটাই খুব স্বাভাবিক। কিন্তু কোনো ঘটনাকে হাতিয়ার বানিয়ে সহিংস আন্দোলন জায়গা করে নিক, এই ভাবনার আমি ঘোর বিরোধী। বরং যারা অহিংসভাবে আন্দোলন করছেন, মিছিলে হাঁটছেন, আমি তাদের পক্ষে।”
এর মধ্যে হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় নিয়ে গান বেঁধেছেন অরিজিৎ। গানের শিরোনাম ‘আর কবে’। সম্প্রতি অরিজিতের ফ্যান পেইজ থেকে গানটি প্রকাশ্যে আনা হয়।
অরিজিৎ এই আন্দোলন নিয়ে তার ভাবনা সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
তিনি বলেন, “অন্যায়, অপরাধ প্রত্যেক স্তরে। সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর মুখ হয়ে উঠেছেন আরজি কর মেডিকেল কলেজের নির্যাতনে মৃতা তরুণী চিকিৎসক। এটাই উপযুক্ত সময় বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাওয়ার। প্রত্যেকের প্রতিবাদ একত্রিত হয়ে যদি সুসংহত রূপ নেয়, তা হলে সব অসম্ভব সম্ভব হবে।”
অরিজিৎ মনে করেন, প্রতিবাদী কলকাতাই অন্যায়ের বিরুদ্ধে ‘কিছু করে দেখাবে’।
এ শহরের মানুষের ওপর ‘পূর্ণ আস্থা রাখার কথা জানিয়ে অরিজিৎ বলেন, একজন মেয়ের সম্মানহানির এবং প্রাণ হারানোর বেদনা নিয়ে যেভাবে সবাই এগিয়ে এসেছে, সেটি ‘অনন্য’।
আন্দোলন ‘থামিয়ে দিলে চলবে না’ মন্তব্য করে তিনি বলেন, “মিছিলে হেঁটে তারপর রাতে নিশ্চিন্তে বাড়িতে বসে গেলে কিন্তু চলবে না। প্রত্যেক দিন এই আন্দোলনকে নিজের মধ্যে ধরে রাখতে হবে।”
শঙ্কা প্রকাশ করে গায়ক লিখেছেন, মিছিলের পর মিছিল করে আসল সমস্যার মুখ যেন ঘুরিয়ে দেওয়া না হয়।”
অরিজিতের আবেদন, “প্রত্যেকের একটাই লক্ষ্য হোক, নির্যাতিতার বিচার। সেই লক্ষ্য থেকে শেষ দিন পর্যন্ত কেউ যেন সরে না আসেন। আর এই নারকীয় অপরাধ বিশ্বের কোথাও যেন না ঘটে। সে রকম দৃষ্টান্ত তৈরি করুক প্রিয় শহর।”