‘দ্য আর্চিস’-এর শুটিংয়ের আগে মেয়ের মহড়ার সময় উপস্থিত ছিলেন বাবা শাহরুখ; আর সেখানেই বাবার কাছে নানাবিধ অভিযোগ করে বসেন সুহানা।
Published : 06 Dec 2023, 10:57 AM
ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে যোইয়া আখতার প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘দ্য আর্চিস’। এ সিনেমার মধ্যে দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান। অথচ মুক্তির কিছুদিন আগেই বাবা শাহরুখ খানের কাছে এক ঝুড়ি নালিশ রেখেছেন অভিনেত্রী।
আনন্দবাজার বলেছে, ‘দ্য আর্চিস’এর জন্য স্কেটিং, ব্যালের মতো কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে সুহানাকে। শুটিংয়ের আগে মেয়ের মহড়ার সময় উপস্থিত ছিলেন শাহরুখও। আর সেখানেই বাবার কাছে নানাবিধ অভিযোগ করে বসেন সুহানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন নৃত্য প্রশিক্ষক গণেশ হেগড়ে।
তিনি বলেন, “সুহানা ও তার সহঅভিনেতারা যখন ‘দ্য আর্চিস’ এর জন্য স্কেটিংয়ের মহড়া দিচ্ছেন, তখন সেখানে এসেছিলেন শাহরুখ। তিনি চোখের সামনে ভালো কিছু দেখলেই খুব উৎসাহ দেন।
আমরা যখন মহড়ার মাঝে বিরতি নিয়েছি, তখন তিনি এসে আমাকে বলেন, সুহানা নাকি তাকে নালিশ করেছে যে, আমি একদম প্রশংসা করি না।
“তারপর শাহরুখ নাকি মেয়েকে বলেছেন, ‘গণেশ কোনো দিন আমার প্রশংসা করেননি, তোমার কী করে করবেন!’ আমি তখন সুহানাকে বললাম, যদি আমি আগেই ওকে প্রশংসায় ভরিয়ে দিতাম, তা হলে ও যতটা খেটেছে গানের ভিডিওর জন্য, সেই পরিশ্রম ও আর করত না। তবে এটা ঠিক, সুহানা বাকিদের চেয়ে অনেক বেশি পরিণতভাবে শুট করেছে।’’
‘দ্য আর্চিস’ এর মধ্য দিয়ে কেবল শুধু অভিনয়েই নয়, গানেও কণ্ঠ দিয়েছেন সুহানা। দিন কয়েক আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে ‘জব তুম না থি’ গানটির একটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সুহানা।
ক্যাপশনে লিখেছেন, “আমি আমার প্রথম গান গেয়েছি!! ধন্যবাদ যোইয়া আখতার এবং শঙ্কর মহাদেবনকে, আমার সঙ্গে এত ধৈর্য ধরে থাকার জন্য। দয়া করে শুনুন।”
এই প্রথম পেশাদার হিসেবে প্রথম কোনও গান গাইলেন শাহরুখ কন্যা। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন ডট, শঙ্কর-এহসান-লয়, জাভেদ আখতার এবং তেজস।
আগামী ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমা ‘দ্য আর্চিস’।