“পাকিস্তানের জারাকে দিয়ে নুতন এক যাত্রা শুরু হল।”
Published : 14 Mar 2025, 12:28 PM
পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ কাজ করতে চলেছেন বাংলাদেশের একটি সিনেমায়। বাংলাদেশি নির্মাতা আসিফ ইকবাল জুয়েল জারাকে নিয়ে বানাচ্ছেন ‘ফোর্স’।
অ্যাকশনধর্মী এই সিনেমায় ঠিক যে ধরনের অভিনেত্রী জুয়েল চাইছিলেন, তার সবকটি তিনি জারার মধ্যে পেয়েছেন বলেও জানিয়েছেন এই নির্মাতা। আর এ কারণেই পাকিস্তানের এই শিল্পীকে নিয়ে কাজে নামা তার।
জুয়েল গ্লিটজকে জানিয়েছেন, ‘ফোর্স’ সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হবে।
জারাকে নিয়ে জুয়েল বলেন, "এটি অ্যাকশনধর্মী চরিত্র, যে অ্যাকশন জানবে, মারপিট পারে, মুখটা লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা,একটু লম্বা হবে এমন কারোর খোঁজ করছিলাম। আমি পাকিস্তানি নাটক দেখি, জারার অভিনয় দেখেছি। সেখান থেকেই তাকে পছন্দ।"
চরিত্রের লুক জেনে ও গল্প শুনে ‘ফোর্সে’ কাজ করতে জারা রাজি হয়ে যান বলে জানিয়েছেন জুয়েল।
জুয়েলের কথায়, বাংলাদেশে কলকাতার শিল্পী, বলিউডের শিল্পী নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানের শিল্পী নিয়ে কাজ করতে কোনো বাধা তিনি দেখছেন না।
“আমার মনে হয় ফোর্স সিনেমা দিয়ে নুতন এক যাত্রা শুরু হল। তাছাড়া তারা খুব প্রফেশনাল, তাদের আমার কাজ ও গল্প তার ভালো লেগেছে বলেই এই কাজটিতে জারা যুক্ত হয়েছেন।"
সিনেমায় বাংলাদেশের অভিনয়শিল্পীও রয়েছে। চরিত্র অনুযায়ী একে একে তাদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন নির্মাতা।
জুয়েল চিত্রনাট্য সাজিয়েছেন একটি পরিবারের প্রতিশোধের গল্প নিয়ে। পরিবার হারানোর কষ্ট মানুষকে কতটা প্রতিশোধপরায়ণ করে তুলতে পারে তা দেখা যাবে এই সিনেমায়। এছাড়া পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের গল্প ও রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে আসবে ‘ফোর্সে’।
এর আগে শবনম বুবলি, জিয়াউল রোশান ও নীরব হোসেনকে নিয়ে 'চোখ' নামের সিনেমা নির্মাণ করেছিলেন জুয়েল।