বন্ধুত্বের গল্পে এক ঝাঁক তরুণ অভিনয়শিল্পীকে নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম।
Published : 19 Nov 2024, 09:50 PM
বন্ধুত্বের গল্পে ‘ফ্রেঞ্জি’ নামের যে ওয়েব সিরিজ বানিয়েছেন পরিচালক জাহিদ প্রীতম, সেটি আসছে দুদিন পরেই।
পরিচালক গ্লিটজকে জানিয়েছেন বুধবার মুক্তি পাচ্ছে ‘ফ্রেঞ্জি’।
প্রীতম গ্লিটজকে বলেছেন, সিরিজটির টিজার, ট্রেইলার মুক্তির পর থেকে সবার অপেক্ষা ছিল মুক্তি নিয়ে।
“অপেক্ষা আমাদের টিমেরও ছিল। অবশেষে তারিখ জানাতে পারলাম।”
‘ফ্রেঞ্জি’ বানানো হয়েছে হাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, পার্থ শেখ, আইশা খান, সাবরিন আজাদ।
এছাড়া মীর রাব্বী, ফারজানা বুশরা, রেহনুমা ঐশী, টুইংক ক্যারল, দীপা খন্দকার, শাহেদ আলী, শোয়েব মনির, মিলি বাশার, সামি দোহাসহ অনেকে এখানে অভিনয় করেছেন।।
‘ফ্রেঞ্জি’তে দেখা যাবে মিলা নামের এক তরুণী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখার ভক্ত; মিলা আশা করেন হিমুর মত কোনো এক তরুণের সঙ্গে তার দেখা হবে।
মিলা চরিত্র করা আইশার ভাষ্য, "আমার চরিত্রটি চায় হিমুর মত একজন তরুণের সঙ্গে জ্যোৎস্নাবিলাস করবে। কিন্তু মিলারা কখনো হিমুর দেখা পায় কী না, সেটা দেখা যাবে সিরিজে।"
'লিলুয়া', 'নীল অপরাজিতা', 'বুক পকেটের গল্প' এবং 'তিলোত্তমা' নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রীতম। এবারই প্রথম কাজ করছেন ওটিটির জন্য।
প্রত্যাশা জানিয়ে প্রীতম বলেন, "ফ্রেঞ্জির গল্পে মানুষের মধ্যে একটা গভীর উপলব্ধি তৈরি হবে। নিখাঁদ বন্ধুত্ব নিয়ে খুব একটা কাজ দেখা যায় না। আমার প্রত্যাশা, দর্শক যেন গল্পটা মন দিয়ে দেখেন, গল্পের প্রতিটা সংলাপ যেন মন দিয়ে শোনেন।“
আরও পড়ুন:
ওটিটিতে প্রীতম, সিরিজের নাম 'ফ্রেঞ্জি'