হাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফ্রেঞ্জি’ ওয়েব সিরিজ।
Published : 21 Oct 2024, 09:44 AM
এই সময়ের বন্ধুত্বের গল্পে ‘ফ্রেঞ্জি’ নামের এক ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।
এক ঝাঁক তরুণ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত এ সিরিজ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
সিরিজটি নির্মিত হয়েছে হাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে। অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, পার্থ শেখ, আইশা খান, সাবরিন আজাদ।
এছাড়া দেখা যাবে মীর রাব্বী, ফারজানা বুশরা, রেহনুমা ঐশী, টুইংক ক্যারল, দীপা খন্দকার, শাহেদ আলী, শোয়েব মনির, মিলি বাশার, সামি দোহাসহ অনেককে।
নির্মাতা প্রীতম গ্লিটজকে বলেন, "ফ্রেঞ্জি গল্পটা এখনকার বন্ধুত্বের গল্প। ফ্রেঞ্জি মানে উন্মাদনা, পাগলামো। বন্ধুত্বের পাশাপাশি এই গল্পে দেখা মিলবে নতুন কিছু চরিত্রের। দর্শক এই সিরিজটি দেখলে অদ্ভুত মিষ্টি একটা গল্পের দুনিয়ায় প্রবেশ করবে। যেখান সুখ-দুঃখের অবস্থানের পাশাপাশি আছে রোমান্টিক সম্পর্ক, রেড ফ্ল্যাগ, শেয়ারিং-কেয়ারিং, ফ্রেন্ডশিপ।"
'লিলুয়া', 'নীল অপরাজিতা', 'বুক পকেটের গল্প' এবং 'তিলোত্তমা' নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রীতম। এবারই প্রথম কাজ করছেন ওটিটির জন্য।
প্রীতম বলেন, "আমার অন্য কাজের মত এ কাজটিও দর্শক পছন্দ করবে। এর মধ্যেই টিজার দিয়ে বেশ প্রশংসা পাচ্ছি। তাছাড়া এই প্রথম আমি অন্য কারো গল্প অবলম্বনে কাজ করছি। আশা করছি সবার ভালো লাগবে।"
সিরিজটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি, তবে খুব ‘শিগগিরই’ মুক্তি পাবে বলে জানান নির্মাতা।